পাঞ্জাবি চিকেন মসলা

Arpita Majumder
Arpita Majumder @cook_15443663

#চিকেনরেসিপি
পাঞ্জাবে এই রকম করে চিকেন বানানো হয় । খেতে খুব ভালো লাগে । রুটি , পরোটা, নান দিয়ে খেতে ভালো লাগে । তা ছাড়া পোলাও দিয়েও খেতে ভালো লাগে । আমি বাঙালিরা ছুটির দিনে । এই রকম করে চিকেন বানাতে পারি একটু স্বাধ বদল হয় ।

পাঞ্জাবি চিকেন মসলা

#চিকেনরেসিপি
পাঞ্জাবে এই রকম করে চিকেন বানানো হয় । খেতে খুব ভালো লাগে । রুটি , পরোটা, নান দিয়ে খেতে ভালো লাগে । তা ছাড়া পোলাও দিয়েও খেতে ভালো লাগে । আমি বাঙালিরা ছুটির দিনে । এই রকম করে চিকেন বানাতে পারি একটু স্বাধ বদল হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ - ৩০ মিনিট
৫ জন
  1. ৬০০ গ্রাম চিকেন
  2. ৩ - ৪ টে পেঁয়াজ
  3. ২ চা চামচ আদা বাটা
  4. ২ চা চামচ রসুন বাটা
  5. ১/২ কাপ দই
  6. ২ টো টমেটো
  7. ২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  10. ১ চা চামচ / স্বাধ মতন নুন
  11. ১ চা চামচ গোটা জিরা
  12. ২ টো শুকনো লঙ্কা
  13. ১/২ চা চামচ গোলমরিচ
  14. অল্প করে লং, দারচিনি, বড়ো এলাচি
  15. অল্প করে ছোট এলাচি
  16. অল্প করে জয়ত্রি
  17. পরিমান মতন জল
  18. ৮ - ১০ চা চামচ তেল
  19. অল্প করে কুচনো ধনে পাতা
  20. অল্প করে কসুরি মেথি পাতা
  21. ২ টো তেজ পাতা

রান্নার নির্দেশ সমূহ

২৫ - ৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনের মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, ধোনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু মাখিয়ে রাখতে হবে এক ঘন্টা ।

  2. 2

    তারপর সব গোটা গরম মশলা নিলাম যা যা লাগবে । পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম ।

  3. 3

    এরপর কড়াই এর মধ্যে তেল গরম করে তার মধ্যে সব গোটা গরম মশলা আর গোটা জীরা, শুকনো লঙ্কা, তেজ পাতা, গোলমরিচ সব দিলাম ।

  4. 4

    তারপর কুচনো পেঁয়াজ দিলাম আর লাল লাল করে ভাজা করলাম ।

  5. 5

    তারপর তারমধ্যে টমেটো দিলাম আর নরম করে নিলাম একটু নাড়াচাড়া করে ।

  6. 6

    তারপর সব মশলা মাখানো চিকেন দিলাম আর একটু ক্ষণ কোষলাম চিকেন ।

  7. 7

    তারপর অল্প করে জল দিয়ে ১৫ - ২০ মিনিট গ্যাস কম করে কোষে নিলাম ।

  8. 8

    তারপর চিকেন আর মশলা ভাজা ভাজা করে নিলাম । আর ধনে পাতা ছড়িয়ে দিলাম আর কসৌরি মেথি পাতা ছরিয়ে দিলাম ।

  9. 9

    আর ২ - ৩ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিলাম ।

  10. 10

    তৈরি হয়ে গেলো পাঞ্জাবি চিকেন মসলা । গরম গরম পরিবেশন করলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Majumder
Arpita Majumder @cook_15443663
Cooking is my passion .... Currently a home chef....
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes