চিকেন 65

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

'' চিকেন 65 '' হলো একটি ফ্রাইড চিকেন ডিস, যেটি ফ্রাই করার পর টেম্পার করে প্যানে টস করতে হয়। কম সময়ে এবং সহজে বানানো যায় এই '' চিকেন 65 '' ডিস টি।

চিকেন 65

'' চিকেন 65 '' হলো একটি ফ্রাইড চিকেন ডিস, যেটি ফ্রাই করার পর টেম্পার করে প্যানে টস করতে হয়। কম সময়ে এবং সহজে বানানো যায় এই '' চিকেন 65 '' ডিস টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. চিকেন ম্যারিনেটের জন্য
  2. 250 গ্রামবোনলেস চিকেন
  3. 1টেবিল চামচ লেবুর রস
  4. 1টেবিল চামচ সর্ষে তেল
  5. 1টেবিল চামচ দই
  6. 1চা চামচ আদাবাটা
  7. 1চা চামচ রসুনবাটা
  8. 1চা চামচ জিরেগুড়ো
  9. 1চা চামচ হলুদগুড়ো
  10. স্বাদমতো লবন
  11. 1/2টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
  12. চিকেন মোড়ার জন্য
  13. 2 চা চামচময়দা
  14. 1 চা চামচকনফ্লাওয়ার
  15. 1চা চামচচালের গুঁড়ো
  16. পরিমান মতো তেলভাজার জন্য
  17. ফ্রাইড চিকেন টসের জন্য
  18. 2 চা চামচতেল
  19. 2কোয়া রসুন(কুঁচি করা)
  20. 2টি কাঁচালঙ্কা(কুঁচি করা)
  21. 8/10টি কারিপাতা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিকেন গুলোকে ভালো করে জলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে,তবে একদম ছোটো করা যাবে না।

  2. 2

    এরপর চিকেনের সাথে স্বাদমতো লবন,সরষে তেল,হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,আদাবাটা,রসুন বাটা,জিরে গুঁড়ো, লেবুর রস, দই ইত্যাদি উপকরণ ভালো করে মিশিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করতে রাখতে হবে।

  3. 3

    একটি বাটিতে ময়দা,কনফ্লাওয়ার,চালের গুঁড়ো নিয়ে ভালো করে মেশাতে হবে।

  4. 4

    ম্যারিনেট করা চিকেন একটা করে নিয়ে ময়দা,কনফ্লাওয়ার,এবং চালেরগুঁড়ো দিয়ে বানানো শুকনো মিশ্রনে কোট করে নিতে হবে।যেমন টা নিচের ছবিতে দেখছেন।

  5. 5

    এই ভাবে সব চিকেনের টুকরো গুলো্র মুড়ে নিতে হবে।

  6. 6

    এবার একটি প্যানে ভাজার জন্য পরিমান মতো তেল দিতে হবে। কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে চিকেনের বাইরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে।

  7. 7

    এরপর ভাজা চিকেন গুলোকে প্যানে টস করতে হবে। তারজন্য প্যানে প্রথমে 2 চামচ তেল দিয়ে তাতে রসুন কুঁচি,কাঁচালঙ্কা কুঁচি এবং কারিপাতা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে।

  8. 8

    তারপর ভেজে রাখা চিকেন দিয়ে 1 মিনিট মতো টস করতে হবে।

  9. 9

    তাহলেই খুব সহজে তৈরি হয়ে গেল ''' চিকেন 65 '''।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes