চিকেন রোল 65 (Chicken roll 65 recipe in bengali)

Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

#উইন্টারস্ন্যাক্স
দারুণ মুখরোচোক এই রোল

চিকেন রোল 65 (Chicken roll 65 recipe in bengali)

#উইন্টারস্ন্যাক্স
দারুণ মুখরোচোক এই রোল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা
২ জন
  1. ৪০০ গ্রামবোনলেস চিকেন
  2. ২ কাপ টক দই
  3. ২ টেবিল চামচ আদা বাটা
  4. ২ টেবিল চামচ রসুন বাটা
  5. ১০-১২ টা কাঁচালঙ্কা
  6. ১ মুঠো কারিপাতা
  7. ২ চিমটি লাল ফুড কালার
  8. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ২ চা চামচ টমেটো সস
  10. ১ চা চামচ চিলি সস
  11. স্বাদমতোনুন
  12. পরিমাণ মতোসাদা তেল ভাজার জন্য
  13. ২ কাপ ময়দা
  14. ২ টো ডিম
  15. ১ প্যাকেট ছোট পেকেট চিকেন 65 মশলা
  16. ২ চা চামচ কাশ্মীরি মরিচ
  17. ২ টো পেঁয়াজ কুচি
  18. ১/২ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা
  1. 1

    সবার প্রথম বোনলেস চিকেন কে ম‍্যারিনেট করতে হবে, টক দই, নুন,আদা রসুন বাটা, গোলমরিচ, কাশ্মীরি মরিচ, ফুড কালার দিয়ে ২ ঘন্টা।

  2. 2

    এবার ছাকা তেলে অল্প অল্প করে চিকেন দিয়ে ভেজে তেল ঝড়িয়ে তুলে নিতে হবে।

  3. 3

    তারপর একটা পাত্রে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।তাতে টক দই, টমেটো সস, চিলি সস,বাকি ফুড কালার, নুন,সব দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে।

  4. 4

    চিকেন ভাজার পর,পরে থাকা তেলে পেয়াজ কুচি, কাচাঁ লঙ্কা কুচি ও কারিপাতা দিয়ে একটু ভেজে,ভাজা চিকেন ঢেলে দিতে হবে।এবার ভালো করে মিশিয়ে নিতে হবে ও যে টক দই এর মিশ্রণ টা আগে বানানো ছিল ওটাও ঢেলে দিয়ে আবার মিশিয়ে নিতে হবে।শেষে ওপর থেকে চিকেন 65 মশলা টা ছড়িয়ে দিতে হবে।তাহলেই তৈরি চিকেন 65

  5. 5

    এটা এবার এক পাশে রেখে দিন।তারপর রোল এর জন্য ময়দা মাখতে হবে।

  6. 6

    ময়দা তে,নুন,চিনি,সাদা তেল দিয়ে ময়ান দিয়ে হালকা গরম জলে মেখে ১ ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে।

  7. 7

    এবার লেচি কেটে গোল আকারে বেলে নিয়ে,গরম তাওয়া তে দু দিক সেকে নিতে হবে পরোটা গুলো।

  8. 8

    এবার গরম তাওয়া তে তেল দিয়ে ডিম টা নুন দিয়ে ফেটিয়ে ঢেলে দিতে হবে।একটু ভাজা হলে সেকা পরোটা ওপরে দিয়ে তেল দিয়ে দুপিঠ ভেজে নিন।

  9. 9

    তাওয়া থেকে নামিয়ে আগে আগে যে চিকেন 65 তৈরি করে রাখা ছিল, সেটা মাঝখানে দিতে হবে পরোটার।

  10. 10

    এবার গোল করে পাকিয়ে রোল করে পরিবেশন করুন চিকেন রোল 65

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kasturee Saha
Kasturee Saha @kasturee_saha44

মন্তব্যগুলি (7)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Aha...lovely recipe..
Healthy and tasty👍👍
Nice presentation..
Amio kichu notun recipe try korechi somay pele dekhe 😋❤️👏 dio ba comment😊 pochondo hole onusoron 👍

Similar Recipes