রেস্টুরেন্ট স্টাইলে মেথি মালাই চিকেন

Simple and Sizzling Recipes
Simple and Sizzling Recipes @cook_16618752
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ২কেজিমুরগির মাংস
  2. ২ টোপেঁয়াজ কুচি (বড় সাইজের)
  3. ২ টেবিল চামচরসুন বাটা
  4. ১ টেবিল চামচআদা বাটা
  5. ১চা চামচশাহী জিরা
  6. ৩ চা চামচধনিয়া গুঁড়া
  7. ১ চা চামচকাশ্মীরি লংকার গুঁড়ো
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়া
  9. ১/২ চা চামচগোলমরিচের গুঁড়া
  10. ১ চা চামচগরম মশলার গুঁড়া
  11. ২০০ গ্রামখুব ভালো করে ফেটানো টক দই
  12. ৩ টেবিল চামচকসৌরি মেথি
  13. ২০০ মিলিঃফ্রেশ ক্রিম /মালাই
  14. ১ টাপাতিলেবুর রস
  15. পরিমাণ মতোধনেপাতা কুচি
  16. স্বাদমত লবন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মুরগির মাংসে নুন, গোলমরিচের গুঁড়া এবং পাতিলেবুর রস মাখিয়ে ১৫ মিন এর জন্য মেরিনেট করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে শা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।

  3. 3

    পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে ভাজুন।

  4. 4

    এরপর একে একে ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লংকার গুঁড়া, হলুদ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে, জলের ছিটে দিয়ে মশলা কষিয়ে নিন।

  5. 5

    মশলা কোষে তেল বেরোলে মুরগির মাংস দিন।

  6. 6

    মিশিয়ে নিয়ে মাংস ৫ মিনিটের এর জন্য কষান।

  7. 7

    ফেটানো টক দই, কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করুন।

  8. 8

    মাংস সিদ্ধ হলে কসৌরি মেথি, ফ্রেশ ক্রিম ও প্রয়োজনমত মিষ্টি দিয়ে আরো ৫ মিনিট রান্না করুন।

  9. 9

    এবারে ধনেপাতা কুচি ছড়িয়ে রুটি, পরোটা, পোলাও বা জিরা রাইস এর সাথে গরম গরম পরিবেশন করুন।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি (4)

Jeet's Cooking Hut
Jeet's Cooking Hut @cook_16640678
রেসিপি তার পেছনে অনেক পরিশ্রম খুঁজে পেলাম, দারুন হয়েছে দেখতে অসাধারণ একটি কালার এসছে।

দ্বারা রচিত

Simple and Sizzling Recipes

Similar Recipes