লাউ বেশ্বরী

Mithi Debparna
Mithi Debparna @cook_16002390

#গ্রীষ্মকালীন_রেসিপি।
এটি পুরনো দিনের একটি রান্না। গরম কালে লাউ তো আমরা খেয়ে ই থাকি হয় ডাল দিয়ে না হলে লাউ চিংড়ি।এই রেসিপিটা ট্রাই কর। খেলে বলতেই হবে ওল্ড ইজ গোল্ড।

লাউ বেশ্বরী

#গ্রীষ্মকালীন_রেসিপি।
এটি পুরনো দিনের একটি রান্না। গরম কালে লাউ তো আমরা খেয়ে ই থাকি হয় ডাল দিয়ে না হলে লাউ চিংড়ি।এই রেসিপিটা ট্রাই কর। খেলে বলতেই হবে ওল্ড ইজ গোল্ড।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম টুকরো করে কাটা লাউ
  2. ১ কাপঠান্ডা ফুল ক্রিম দুধ
  3. ১০/১৫ টা বড়ি
  4. ৪ টিকাঁচালংকা
  5. ১ কাপ নারকেলের দুধ
  6. স্বাদমতোনুন ও মিস্টি
  7. ২ টেবিল চামচ আতপ চাল বাটা
  8. ২, ১/২ টেবিল চামচ সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আতপ চাল বাটা টা ঠান্ডা দুধে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার আসি মুল রান্নায়ঃ-কড়াই তে এক টেবিল চামচ সরষের তেলদিয়ে বড়ি গুলো ভেজে তুলে নিতে হবে এবার ওই কড়াই তে আরও দেড় টেবিল চামচ তেল দিয়ে তাতে কালোজিরে কাঁচালংকা ফোড়ন দিয়ে কাটা লাউ টা দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  3. 3

    মাঝেমধ্যে ঢাকা খুলে নেড়েচেড়ে আবার ঢাকা বন্ধ করে দিতে হবে।লাউএর থেকে যে জল বেড়াবে সেটা দিয়ে লাউ সিদ্ধ হয়ে যাবে।

  4. 4

    এবার ঢাকা খুলে ভাজা বড়ি দিয়ে নেড়ে আবার ঢাকা বন্ধ করে দিতে হবে।

  5. 5

    লাউএর জল শুকিয়ে এলে এক টেবিল চামচ চিনি ও আতপচালে ভেজানো দুধ দিয়ে দিতে হবে।

  6. 6

    গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে নারকেলেরদুধ টা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।১০ মিনিট পর কড়া থেকে নামিয়ে পরিবেশন করুন লাউ বেশ্বরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mithi Debparna
Mithi Debparna @cook_16002390

মন্তব্যগুলি

Similar Recipes