মুগডাল ও বড়ি দিয়ে লাউ ঘন্ট(Lau ghonto recipe in bengali)

SAYANTI SAHA
SAYANTI SAHA @sayanti2552
Uttarpara

#kitchenalbela
লাউ সবজি টা আমার এমনিতেই প্রিয় কারণ এটা দিয়ে আমরা মিষ্টি হোক বা নোনতা যেকোনো রকম রেসিপি বানাতে পারি। বিভিন্ন দেশি-বিদেশি রান্না চেষ্টা করতে করতে আমরা অনেকেই হয়ত ওই পুরনো দিনের রান্না গুলোকে ভুলে যেতে বসেছি। তাই আজকে আমি আমার প্রিয় রেসিপির মধ্যে মুগ ডাল ও বড়ি দিয়ে লাউ ঘন্ট টাকেই বেছে নিয়েছি।

মুগডাল ও বড়ি দিয়ে লাউ ঘন্ট(Lau ghonto recipe in bengali)

#kitchenalbela
লাউ সবজি টা আমার এমনিতেই প্রিয় কারণ এটা দিয়ে আমরা মিষ্টি হোক বা নোনতা যেকোনো রকম রেসিপি বানাতে পারি। বিভিন্ন দেশি-বিদেশি রান্না চেষ্টা করতে করতে আমরা অনেকেই হয়ত ওই পুরনো দিনের রান্না গুলোকে ভুলে যেতে বসেছি। তাই আজকে আমি আমার প্রিয় রেসিপির মধ্যে মুগ ডাল ও বড়ি দিয়ে লাউ ঘন্ট টাকেই বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১ টা গোটা লাউ কুচি করে কাটা
  2. ১/৪ কাপ মুগ ডাল ভিজিয়ে সেদ্ধ করে রাখা
  3. ১/২ কাপ ভেজে রাখা বড়ি
  4. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  6. ১ ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ টা মাঝারি মাপের টমেটো কুচি
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ২ টো চেরা কাঁচা লঙ্কা
  10. পরিমাণ মতো সর্ষের তেল
  11. ১/২ কাপ জল
  12. ১ চা চামচ গোটা জিরে ফোড়ন এর জন্য
  13. ২ টো তেজপাতা
  14. স্বাদমতোনুন
  15. ২ চা চামচ চিনি
  16. ১ টেবিল চামচ ঘি
  17. ১ চা চামচ গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ও গোটা জিরে টা দিয়ে দিতে হবে ফোরণ এর জন্য। তারপর ওর মধ্যে হলুদগুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো যোগ করতে হবে।

  2. 2

    মসলাগুলো তেলের মধ্যে ভাল করে মিশে গেলে টমেটো কুচি যোগ করে দিতে হবে। আদাবাটা দিতে হবে এর পরে।

  3. 3

    এখন সবকিছু ভালোভাবে কষে নিয়ে লাউটা দিয়ে দিতে হবে। নুন টা দিয়ে দিতে হবে। সমস্ত মসলা সঙ্গে লাউ টা ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ভাল করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর জল দিতে হবে এবং চাপা দিয়ে রান্না করতে হবে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত।

  5. 5

    লাউটা সেদ্ধ হয়ে এলে তখন সেদ্ধ মুগের ডাল এবং চিনি টা দিয়ে দিতে হবে। চেরা কাঁচালঙ্কা গুলো যোগ করে দিতে হবে।

  6. 6

    এবার ভেজে রাখা বড়ি গুলো মিশিয়ে দিতে হবে। সবকিছু হালকা ভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বড়ি গুলো যেন ভেঙে না যায়।

  7. 7

    এখন একটু ঘন ঘন হয়ে আসলে গ্যাস টা বন্ধ করে দিতে হবে। এবার ঘি টা দিয়ে দিতে হবে। গরম মশলা গুঁড়ো টাও যোগ করে দিতে হবে।

  8. 8

    এখন চাপা দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার ঢাকনা খুললেই পরিবেশন করার জন্য তৈরি মুগ ডাল ও বড়ি দিয়ে লাউ ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SAYANTI SAHA
SAYANTI SAHA @sayanti2552
Uttarpara
If there is anything to change my mood and make me happy within a few minutes...that is cooking🍴A foodie who likes to do experiment for making new dishes just to give a change to your taste buds 🤗
আরও পড়ুন

Similar Recipes