রাজকীয় স্বাদের ডিমের  শাহী কোর্মা

স্বপ্নাদর্শী পম্পি
স্বপ্নাদর্শী পম্পি @cook_17348560

  # উত্তর বাংলার রান্নাঘর এই পদটি খুব সুস্বাদু.... ফ্রায়েড রাইস, রুটি, লুচি, পরোটা বা বেবি নানা দিয়ে খুব ভালো লাগে.. এই পদটি একটু মিষ্টি ধাঁচের হয়....

রাজকীয় স্বাদের ডিমের  শাহী কোর্মা

  # উত্তর বাংলার রান্নাঘর এই পদটি খুব সুস্বাদু.... ফ্রায়েড রাইস, রুটি, লুচি, পরোটা বা বেবি নানা দিয়ে খুব ভালো লাগে.. এই পদটি একটু মিষ্টি ধাঁচের হয়....

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

ছয় জনের জন্যে
  1. 6 টি হাঁসের ডিম
  2. 2 টো বড়ো পেঁয়াজ কুচি
  3. 1 টি বড়ো পেঁয়াজ বাটা
  4. 3 টেবিল চামচফেটানো দই
  5. 3 টেবিল চামচঘন করে জ্বাল দেওয়া দুধ
  6. 3 টেবিল চামচনারকেলের দুধ
  7. 5 টিকরে কাঠ বাদাম ও কাজুবাদাম একসাথে বাটা
  8. 1/2 চা চামচধনে গুঁড়ো
  9. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  10. 1/4 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  11. কিছুকাঁচা লঙ্কা কুচি
  12. 1 চা চামচআদা রসুন বাটা
  13. 3 টেবিল চামচ সাদা তেল
  14. 4 টেবিল চামচ ঘি
  15. 1 টি তেজপাতা
  16. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  17. সামান্য গোটা গরম মসলা
  18. কয়েকটি গোটা কালো গোলমরিচ
  19. 8 / 10টি কাঁচা লঙ্কা
  20. স্বাদ মতোনুন চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে খোঁসা ছাড়িয়ে করা চামচ দিয়ে বেশ কয়েকটি ফুটো করে দিন যাতে লবন ও মসলা ডিমের ভেতর পৌছায়..

  2. 2

    এর পর কড়াতে তিন চামচ তেল ও তিন চামচ ঘি একসাথে গরম করে খুব কম আঁচে হালকা করে ভেজে নিন.. এর পর অর্ধেক পেঁয়াজ কুচি ওই তেলে সোনালী করে ভেজে তুলে রাখুন...

  3. 3

    এবার ওই তেলেই তেজপাতা গোলমরিচ ও গরম মশলা ফোড়ন দিয়ে বাকিটা পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন... এবার পেঁয়াজ বাটা দিন আর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষতে থাকুন.. কষানো হয়ে গেলে এতে টক দই দিয়ে দুই মিনিট নাড়তে থাকুন... এবার কাজু ও কাঠবাদাম বাটা দিন.. একই ভাবে দুমিনিট নাড়ুন... এবার আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য নুন দিয়ে হালকা আঁচে ভাজুন যতক্ষন আদা রসুনের গন্ধ না যায়... এবার দুধ ও নারকেলের দুধ ঢেলে দিন...

  4. 4

    এবার চিনি দিন ও এক চামচ ঘি দিন.. ঢাকা দিয়ে ফুটতে দিন.. নুন মিষ্টি চেক করুন... এই পর্যায়ে সামান্য কাঁচা লঙ্কা কুচি ও গোটা কাঁচা লঙ্কা দিন.. দুমিনিট ফুটিয়ে এবার সারভিং ডিশে নামিয়ে একটু সময় ঢেকে রাখুন... ব্যাস তৈরী হয়ে গেলো রাজকীয় স্বাদের ডিমের কোর্মা...

  5. 5

    পুরো রান্না টা করতে হবে মাঝারি ও কম আঁচের মাঝামাঝি অবস্থায়.. বেশি আঁচ হলে গ্রেভি টা সাদা হবে না..

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বপ্নাদর্শী পম্পি

Similar Recipes