কলা পাতায় সর্ষে ভেটকি পাতুরি

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#সর্ষে দিয়ে রান্না কলাপাতায় ভেটকি পাতুরি

কলা পাতায় সর্ষে ভেটকি পাতুরি

#সর্ষে দিয়ে রান্না কলাপাতায় ভেটকি পাতুরি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টুকরোভেটকি মাছ
  2. ৬ চা চামচসর্ষে বাটা
  3. ৪-৫টাকাঁচা লঙ্কা
  4. ২-৩ চা চামচটক দই
  5. স্বাদ মতোনুন
  6. ২চা চামচহলুদ
  7. ৬ চা চামচসর্ষের তেল
  8. ৪ টে কলাপাতা একটু বড়ো
  9. প্রয়োজন মতোসুতো বাঁধার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    কলা পাতা আগুনে সেকে নিতে হবে যাতে মাছ গুলো বাঁধার সময় ফেটে না যায় ।

  3. 3

    সর্ষে কাঁচা লঙ্কা টকদই একসাথে বেটে নিতে হবে।

  4. 4

    এবার বেটে নেওয়া পেস্ট নুন হলুদ ও সর্ষের তেল দিয়ে মাছ ম্যারিনেট করে রাখতে হবে ৩০ মিনিট মতো।

  5. 5

    এবার শেকে নেওয়া কলাপাতার মধ্যে এক একটি করে মাছ নিয়ে সুন্দর করে ভাজ করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

  6. 6

    এরপর গাসে ফ্রাইংপান গরম করে তাতে অল্প তেল দিয়ে কলাপাতায় মোড়ানো মাছগুলো দিয়ে দিতে হবে। এবং উল্টে পাল্টে দিতে হবে ।একটু পরে সুন্দর গন্ধ বেরোবে।

  7. 7

    পাতা পরা পরা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  8. 8

    এবং পরিবেশনের জন্য প্রস্তুত সর্ষে দিয়ে কলাপাতায় ভেটকি পাতুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

মন্তব্যগুলি

Similar Recipes