পাকা আমের আমসত্ত্ব

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#ইন্ডিয়া
আমের সিজিন এ বানিয়ে রাখলে এটি সারা বছর খাওয়া যায়।চাটনি বানিয়ে খাওয়া যায় ।আবার এমনি এমনি ও খাওয়া যায় ।

পাকা আমের আমসত্ত্ব

#ইন্ডিয়া
আমের সিজিন এ বানিয়ে রাখলে এটি সারা বছর খাওয়া যায়।চাটনি বানিয়ে খাওয়া যায় ।আবার এমনি এমনি ও খাওয়া যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কিলোপাকা আম
  2. 500 গ্রামচিনি(মিষ্টিি যে যার ইচ্ছে মতো দিতে পারে ।বা আম যেমন মিষ্টি সেই হিসেবেও দিতে পারেে ।)
  3. 1/4 চা চামচ লবণ (মিষ্টি টা ব্যালেন্স করার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পাকা আম গুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে নিতে হবে ।

  2. 2

    তারপর একটা মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে ।তার পর একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ।

  3. 3

    তারপর কড়াইয়ে আমের পেস্ট দিয়ে গ্যাস জ্বালিয়ে জ্বাল দিতে হবে।চিনি ও নুন মেশাতে হবে ।এবং অনবরত নাড়তে হবে ।যেন তলায় লেগে না যায় ।গ্যাসের আঁচ ধিমে রাখতে হবে ।

  4. 4

    এবার পাক ঠিক ঠাক হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।এবং একটা থালায় অল্প তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমের পেস্ট ঢেলে দিতে হবে।পাতলা করে ছড়িয়ে দিতে হবে ।

  5. 5

    দুই তিন দিন ভালো করে রোদে শুকিয়ে নিলেই তৈরি আম সত্ত্ব ।রোদে শুকিয়ে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে ।পাখার হাওয়া তে ও শুকানো যায় ।

  6. 6

    তারপর ইচ্ছে মতো সেফে কেটে একটা এয়ার টাইট কন্টিনারে রেখে ফ্রিজে রেখে সারাবছর খান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

মন্তব্যগুলি

Similar Recipes