ভেটকি পাতুরি (bhetki paturi recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

#ebook2 জামাইষষ্ঠীতে যে পদটি না হলেই নয়। মাছ খাইনা বলা জামাইও পাত পেড়ে খায় পাতুরি।

ভেটকি পাতুরি (bhetki paturi recipe in Bengali)

#ebook2 জামাইষষ্ঠীতে যে পদটি না হলেই নয়। মাছ খাইনা বলা জামাইও পাত পেড়ে খায় পাতুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রস্তুতি ৪৫ মিনিট + রান্না ২০ মিনিট
৫ জন
  1. ১০পিস (৪০গ্রাম) ভেটকি ফিলে
  2. ৩ টেবিল চামচসাদা সর্ষে বাটা
  3. ৩ টেবিল চামচ কালো সর্ষে বাটা
  4. ২ টেবিল চামচপোস্তবাটা
  5. ১/২কাপজল ঝরানো টকদ‌ই
  6. ২ টেবিল চামচলেবুর রস
  7. স্বাদমতোলবণ
  8. ২ চা চামচহলুদগুঁড়ো
  9. ১০/১২ টি চেরা কাঁচাল‌ঙ্কা
  10. ২ টেবিলচামচনারকেল কোরা
  11. প্রয়োজনমতোসর্ষের তেল
  12. ১০টিকলাপাতা (লম্বা ফালি)
  13. পরিমাণ মতকটন সুতো

রান্নার নির্দেশ সমূহ

প্রস্তুতি ৪৫ মিনিট + রান্না ২০ মিনিট
  1. 1

    ফিলেগুলো ধুয়ে লেবুর রস, লবণ, ১/২ চামচ হলুদগুঁড়ো দিয়ে ১৫ মিনিট মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    একটা বড় পাত্রে কাঁচাল‌ঙ্কা বাদে ২ বড়চামচ সর্ষেরতেল ও সমস্ত উপকরণ মিশিয়ে ফিলেগুলোকে আধঘন্টা ম‍্যারিনেট করে রাখতে হবে।

  3. 3

    কলাপাতাগুলো ধুয়ে মুছে চাটুতে দুপিঠ সেঁকে নিতে হবে।

  4. 4

    একটা করে ফিলে একেকটা কলাপাতায় নিয়ে ১ বড়চামচ ম‍্যারিনেশন দিয়ে উপরে একটা চেরা কাঁচাল‌ঙ্কা রেখে চারিদিক থেকে পার্সেলের মতো মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে।

  5. 5

    প‍্যানে ৪বড়চামচ সর্ষেরতেল গরম করে পাতুরিগুলো দিয়ে ঢেকে অল্প আঁচে একেক পিঠ ৭ - ৮ মিনিট করে রেখে দিতে হবে। প‍্যান থেকে তুলে হটপটে রেখে দিতে হবে।

  6. 6

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ভেটকি পাতুরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes