ফিস ফ্রাই

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

# ইন্ডিয়া
পোস্ট -৮

ফিস ফ্রাই

# ইন্ডিয়া
পোস্ট -৮

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ৬ ফালি রুই মাছ
  2. ১ টেবিল চামচকর্নফ্লাওয়ার
  3. ১ টেবিল চামচ ময়দা
  4. ১ চা চামচ আদা রসুন বাটা
  5. ১ চা চামচ চিলি পাউডার
  6. ১ চুটকি হলুদ পাউডার
  7. ১ চা চামচআদা রসুন কুচি
  8. ২ টো কুচিকাঁচা লংকা
  9. ১/২পেঁয়াজ কুচি
  10. ১ টাডিম
  11. ১ চা চামচ কারিপাতা অল্প
  12. ১চা চামচ রেড চিলি পেস্ট
  13. ১ চা চামচ ধনে গুঁড়ো
  14. স্বাদ মতোনুন
  15. ১ চা চামচ সয়া সস
  16. ১টেবিল চামচটক দই
  17. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  18. ২ চা চামচ লেবুর রস
  19. ১চা চামচ ধনে পাতা
  20. ১/২ চা চামচপুদিনাপাতা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নিন।
    অল্প ধনে পাতা,পুদিনা পাতা,আদা,রসুন কুচি, কাঁচালংকা,লেবুর রস মিস্কার এ পিষে নিন।
    ওই পেস্ট টা মাছে দিন,তার পর নুন,চিলি পাওডার,হলুদ গুঁড়ো ডিম,কন ফ্লাওয়ার,ময়দা,সব দিয়ে ভালো করে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।

  2. 2

    ৩০ মিনিটস পর তেল গরম করুন। ওতে মাছ গুলো হাল্কা আঁচে লাল লাল করে ভাজুন।মাছ ভেজে তুলে রাখুন।
    অন্য একটা প্যান এ অল্প তেল দিন,

  3. 3

    ওতে আদা কুচি,রসুন কুচি,হাফ পেয়াজ কুচি দিয়ে হাল্কা নারুন।তারপর ওতে নুন,সয়া সস,রেড চিলি সস,ধনে গুঁড়ো, দই,কারিপাতা,ধনে পাতা লেবুর রস দিয়ে মাছ ভাজা টা দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes