ফিস বিরিয়ানি

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#গার্লস কিচেন

ফিস বিরিয়ানি

#গার্লস কিচেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৫০০ গ্রামমাছ কাটাছাড়া (ভেটকি)
  2. ১/২ কাপটকদই
  3. ১চা চামচলংকা গুঁড়ো
  4. ১চা চামচআদারসুনবাটা
  5. ১চা চামচহলুদ গুঁড়ো
  6. ১ টা লেবুর রস
  7. ১/২ টেবিল চামচবিরিয়ানি মসলা
  8. ১/২চা চামচগরম মসলা
  9. ২ টোপেয়াজকুচি
  10. ৫০০গ্রামবাসমতি চাল
  11. প্রয়োজন অনুযায়ীগোটা গরমমশলা অল্প
  12. ১/২ চা চামচ শাজিরা
  13. স্বাদমতনুন
  14. ৩টেবিল চামচসাদা তেল
  15. ১চা চামচঘি
  16. ১ আঁটিধনে পাতা
  17. ১/২ আঁটিপুদিনাপাতা
  18. ২ টোকাচালংকা
  19. ১ চিমটেজাফরানরঙ
  20. ১/২কাপদুধ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে অল্প ধনে পাতা,পুদিনাপাতা, কাচা লংকা মিক্সি তে বেটে নিন।

  2. 2

    তারপর মাছ কে ভালো করে ধুয়ে ওতে নুন ১ টি চামচ,টক দই,লংকা গুঁড়ো,লেবুর রস,আদারসুন বাটা,হলুদগুঁড়ো,বিরিয়ানি মসলা,১ চামচ তেল, আর ধনে পুদিনা বাটা টা দিয়ে ১০ মিনিট রেখে দিন।

  3. 3

    তারপর মাছ টা কে হাল্কা ভেজে নিন

  4. 4

    এরপর কড়াইতে তেল গরম করে একটা পেয়াজ কুচি দিন,পেয়াজ লাল হলে ওতে অল্প লংকা,হলুদ,জিরা,গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে অল্প জল দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিন ।তার পর ভাজা মাছ টা ওই গ্রেভি তে দিয়ে হাল্কা ভাবে মিক্স করবেন।অল্প ধনে পাতা ছড়িয়ে দিন।

  5. 5

    এর পর একটা বড় হাড়িতে ৩ জগ জল গরম করুন,ওতে ১ চামচ নুন, সাজিরা,ছোট এলাচ,দারচিনি,তেজপাতা দিন।জল ফুটে উঠলে বাসমতি চাল টা দিন।চাল ৭০% রাননা হয়ে গেলে ঝড়িয়ে রাখুন

  6. 6

    এরপর পেয়াজ কুচি ভেজে তুলে রাখুন,(পেয়াজ ভাজা কে বেরেস্তা বলা হয়ে)

  7. 7

    এবার হাড়িতে আগে ১ টেবিল চামচ তেল দিন,তারপর অদ্ধেক ভাত দিন,তার উপর রান্না করা মাছ দিন,তার উপর বাকি ভাত টা দিয়ে দিন

  8. 8

    তারপর ভাজা পেয়াজ র বেরেস্তা টা ভাতের উপর ছড়িয়ে দিন,অল্প বিরিয়ানি মসলা দিন,১ টেবিল চামচ ঘি দিন,ধনে পাতা,পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিন,দুধে জাফরান রঙ গুলে ছড়িয়ে দিয়ে হাড়ির মুখ ভালো করে বন্ধ করে দিন

  9. 9

    হাল্কা আঁচে একটা তাওয়া বসান,তার উপর হাড়িটা বসিয়ে হাড়ির উপর কোনো কিছু ভারি বসিয়ে দিন

  10. 10

    ১০ মিনিট দম দিন,এরপর গ্যাস বন্ধ করে দিন

  11. 11

    তারপর আরো ১৫ মিনিট পর হাড়ির মুখ খুলে হাল্কা ভাবে পাশ দিয়ে কেটে বের করবেন

  12. 12

    তৈরি আপনার ফিস বিরিয়ানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

মন্তব্যগুলি

Similar Recipes