ভেজ পোলাও আর ডিমের কষা

Sonali Sen
Sonali Sen @cook_15689562

#বর্ষা কালের রেসিপি #ইন্ডিয়া বর্ষা কাল মানে ঝম ঝম বৃষ্টি,আর বৃষ্টি মানেই মুখোরোচক ঝাল ঝাল খাবার,আর এমন দিনে গরম গরম পোলাও আর ডিমের কষা হলে তো আর কথাই নেই।

ভেজ পোলাও আর ডিমের কষা

#বর্ষা কালের রেসিপি #ইন্ডিয়া বর্ষা কাল মানে ঝম ঝম বৃষ্টি,আর বৃষ্টি মানেই মুখোরোচক ঝাল ঝাল খাবার,আর এমন দিনে গরম গরম পোলাও আর ডিমের কষা হলে তো আর কথাই নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ৩০ মিনিট
৫জনের জন্য
  1. পোলাও এর উপকরন
  2. ৪কাপ বাসমতি চাল
  3. ২টেবিল চামচ ঘি
  4. ৬টা বিনস কুচি
  5. ১টা গাজর কুচি
  6. ১/২ ক্যাপসিকাম কুচি
  7. ১/২ কাপ মটরশুঁটি
  8. ৪টে এলাচ
  9. ২ টুকরোদারচিনি
  10. ৫টা লবঙ্গ
  11. স্বাদ মতো নুন
  12. ৩চা চামচ চিনি
  13. ৩ টেবিল চামচ সাদা তেল
  14. ডিমের কষা বানানোর উপকরন
  15. ৫টাডিম সেদ্ধ
  16. ৫টা মাঝারি আলু সেদ্ধ
  17. ২ টো বড় পেয়াজ বাটা
  18. ১চা চামচ আদা বাটা
  19. ১চা চামচ রসুন বাটা
  20. ১টি টমেটো পেস্ট
  21. স্বাদ মতো নুন
  22. ১চা চামচ হলুদ গুঁড়ো
  23. ১চা চামচ জিরে গুঁড়ো
  24. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  25. ১/২চা চামচ গোটা জিরে
  26. ১টা তেজপাতা
  27. ১ চা চামচ গোটা গরম মশলা(এলাচ দারচিনি,লং)
  28. পরিমান মতো জল
  29. পরিমান মতো সর্ষের তেল
  30. ২টো কাঁচা লংকা
  31. ১চা চামচ লংকা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে তেল গরম বসাতে হবে।তেল গরম হলে ডিম গুলো দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।ঐ একি তেলে সেদ্ধ আলু গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবারে ঐ তেলে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে।এরপর পেয়াজ বাটা টম্যেটো পেস্ট নুন হলুদ দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে।পেয়াজ একটু ভাজা হলে জিরে গুঁড়ো দিতে হবে।এক মিনিট নেড়ে আদা বাটা রসুন বাটা লংকা গুঁড়ো আর কাশ্মীরি লংকা গুড়ো আর ২চামচ জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাতে হবে।

  3. 3

    ৪মিনিট পর মশলা র মধ্যে ভাজা ডিম আর আলু দিয়ে আরো ১মিনিট ভেজে ৩কাপ জল দিতে হবে।এবারে ফুটতে দিতে হবে।

  4. 4

    বেশ কিছুক্ষন ফোটার পর একটু দুটো কাঁচা লংকা দিয়ে নেড়ে দিতে হবে।তারপর বেশ মাখা মাখা হলে গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে দিতে হবে।ব্যাস তৈরি ডিম কষা।

  5. 5

    এবারে একটা বড় পাত্রে অথবা হাড়িতে জল গরম বসাতে হবে।জলের মধ্যে ২টো এলাচ,একটা দারচিনি আর ৩টে লং দিয়ে দিতে হবে।জল গরম হলে আগের থেকে ভেজানো চাল দিয়ে দিতে হবে।এরপর ভাল ফুটতে দিতে হবে।চাল সেদ্ধ করতে হবে।একদম পুরো নরম হবে না।৯০% সেদ্ধ হবার পর ভাতের থেকে জল ঝরিয়ে দিতে হবে।একদম পরো পুরি জল ঝরাতে হবে।

  6. 6

    এরপর কড়াইতে তেল দিতে হবে।তেল গরম হলে এলাচ দারচিনি লং দিতে হবে।একটু নেরে কাটা সবজি গুলো দিয়ে দিতে হবে সাথে নুন দিতে হবে।সবজি গুলো নরম হলে ভাত দিতে হবে।সাথে আরো একটু নুন আর চিনি দিতে হবে।হালকা ভাবে সবটা ভালো মতো মেশাতে হবে এরপর পুরো ঘি দিয়ে আবারো একটু ভালো ভাবে মিশিয়ে দিতে হবে।সবটা পুরো মিশে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  7. 7

    এরপর একটা প্লেটে পোলাও আর ডিম দিয়ে সুন্দর করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sonali Sen
Sonali Sen @cook_15689562

মন্তব্যগুলি

Similar Recipes