ম্যাগি ব্রেডরোল

Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা
চটজলদি রেসিপি

ম্যাগি ব্রেডরোল

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা
চটজলদি রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ মিনিট।
৫ জন
  1. ১ প্যাকেটমশালা ম্যাগি নুডলস
  2. ২চা চামচপেঁয়াজ কুচি
  3. ২ চা চামচক্যাপসিকাম কুচি
  4. ১চা চামচ রিফাইন্ড তেল (পুর বানানোর জন্য)।
  5. ১০ টিপাঁউরুটি স্লাইস
  6. ২থেকে ৩টেবিল চামচমাখন ।
  7. ১.৫কাপ ম্যাগি বানানোর জন্য।

রান্নার নির্দেশ সমূহ

১২ মিনিট।
  1. 1

    দেড় কাপ জলে ম্যাগি নুডলস দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে এলে ম্যাগি নুডলস এর প্যাকেটের ভেতরে থাকা মশলার প্যাকেট কেটে নুডলস এ দিয়ে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে রিফাইন্ড তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে হাল্কা ভেজে রান্না করা ম্যাগি নুডলসটা ওতে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।

  3. 3

    পাঁউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে।

  4. 4

    বানানো ম্যাগি নুডলসটা সমান ১০ ভাগে ভাগ করে নিতে হবে।

  5. 5

    একেকটি পাঁউরুটি নিয়ে অল্প জলে ভিজিয়ে সাবধানে চেপে জল ঝরিয়ে নিতে হবে।

  6. 6

    একেকটি পাঁউরুটির ওপরে এক ভাগ করে ম্যাগি নুডলসটা দিয়ে ভালো করে চারপাশ মুড়ে রোল করে নিতে হবে। এইভাবে সবকটি পাঁউরুটি দিয়ে রোল বানিয়ে নিতে হবে।

  7. 7

    তাওয়াতে মাখন গরম করে পাঁউরুটির রোল গুলো দিয়ে ভালো করে চারপাশ বাদামি করে ভেজে তুলে নিতে হবে।

  8. 8

    টমেটো স্যস বা পছন্দের চাটনি বা ডিপ দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

Similar Recipes