কুমড়ো ধোকার ডালনা

Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

#লাউ এবং কুমড়ো রেসিপি

কুমড়ো ধোকার ডালনা

#লাউ এবং কুমড়ো রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
2জন
  1. 150 গ্রামকুমড়ো
  2. 1 একটাআলু
  3. 1 চা চামচকালো জিরে
  4. 1/2 চা চামচ হিং
  5. 1টা টমেটো কুচি
  6. 3 টেবিল চামচআদা বাটা
  7. 150 গ্রামছোলার ডাল
  8. স্বাদ অনুযায়ীকাঁচা লঙ্কা কুচি
  9. 3-4টেগোটা গরম মশলা
  10. 2 টেবিল চামচজিরে গুঁড়ো
  11. 2 টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  12. 1/2 চা চামচহলুদ
  13. স্বাদমতো নুন ও চিনি
  14. 2টেবিল চামচঘি
  15. 1 টেবিল চামচগরম মশলা গুঁড়ো
  16. পরিমাণ মতোসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল টা কে 1ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।ডাল ভিজে গেলে তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেটে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে সাদা তেল দিতে হবে। তেল গরম হলে তাতে কালো জিরে ও হিং ফোড়ন দিতে হবে।এবং তার সাথে কুমড়ো কুচি গুলো দিতে হবে।এবার কুমড়ো গুলো নেড়ে তাতে দিতে হবে 1 চামচ আদা বাটা, 1চামচ জিরে গুঁড়ো, 1চামচ লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ ও সামান্য চিনি দিয়ে ঢাকা দিতে হবে 2 মিনিট।

  3. 3

    এবার কুমড়ো গুলো ভালো সিদ্ধ হয়ে গেলে একটা হাতার সাহায্যে ভালো করে পিষে নিতে হবে। তারপর তাতে ওই বাটা ডাল টা দিতে হবে ।

  4. 4

    এবার ভালো করে নাড়াচাড়া করার নামিয়ে নিতে হবে। এরপর একটা প্লেটে তেল মাখিয়ে তাতে ওই মিশ্রন টা ঢেলে দিতে হবে।তারপর মিশ্রনটা ভালো করে পাতিয়ে চৌকো করে কেটে নিতে হবে।

  5. 5

    এবার পরিষ্কার কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে আলুর টুকরো গুলো দিতে হবে। আলু গুলো লাল লাল ভাজা হলে একটি প্লেটে তুলে নিতে হবে।

  6. 6

    ওই তেলে ওই চৌকো চৌকো মন্ড ভেজে নিতে হবে।

  7. 7

    এবার মশলাটা ভালো কষানো হলে তাতে দিতে হবে ভাজা আলুর টুকরো এবার অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে 2 মিনিট। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখতে হবে। ঝোল ফুটে উঠলে তাতে দিতে হবে ওই ভাজা মন্ড গুলো।

  8. 8

    এবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে তাতে দিতে হবে গোটা গরম মশলা। তাতে দিতে হবে টমেটো কুচি ও আদা বাটা ও স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। টমেটো টা নরম হলে তাতে দিতে হবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, ও চিনি।

  9. 9

    5-7 মিনিট পরে ঝোল কমে গেলে তাতে ঘি ও গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে আরও 5 মিনিট

  10. 10

    5 মিনিট পর ঢাকা খুলে একটা প্লেটে তুলে পরিবেশন করুন কুমড়ো দিয়ে ধোকার ডালনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupkatha Sen
Rupkatha Sen @cook_17319600

Similar Recipes