কাবলি ছোলা কিমা মশালা (kabli chola keema masala recipe in Bengali)

Nandita Chakraborty
Nandita Chakraborty @cook_18185559

#বিনস দিয়ে রান্না

কাবলি ছোলা কিমা মশালা (kabli chola keema masala recipe in Bengali)

#বিনস দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৩ জনের জন্য
  1. 2 কাপকাবলি ছোলা
  2. ১ কাপ মটন কিমা
  3. ২ টোপেঁয়াজ কুচি
  4. ১ টা টমেটো কুচি
  5. ১ টেবিল চামচ আদা বাটা
  6. ১ চা চামচ লাল লংকা গুঁড়ো
  7. ১ টেবিল চামচ রশুনবাটা
  8. ১ চা চামচ কাঁচা লংকাবাটা
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. ১ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ চিনি
  13. ১ চা চামচ কসুরি মেথি
  14. ২ টেবিল চামচ বাটার
  15. স্বাদমতলবন
  16. ১ চা চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  17. ১/২ কাপসর্ষের তেল
  18. ১ টা তেজপাতা
  19. ২ টো ছোট এলাচ
  20. ১ টা শুকনো লংকা
  21. ২ টো লবঙ্গ
  22. ১ টুকরো দারচিনি
  23. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  24. পরিমান মতো গরম জল
  25. ২ চা চামচ চানা মশলা (কেনা)
  26. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  27. ১/৪ চা চামচ খাবার সোডা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে ছোলা গুলো সারা রাত ভিজিয়ে রাখতে হবে বা ৬ ঘণ্টা মতো ভিজিয়ে রাখতে হবে।তারপর প্রেসারকুকার এ ছোলা,১/৪ চা চামচ খাবার সোডা, ১/২ চা চামচ লবন ও পরিমান মতো জল দিয়ে ৪-৫ টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে গরম করে শুকনো লংকা,তেজপাতা,ও গোটা গরম মশলা গুলো ফোড়ন দিয়ে,পিঁয়াজ কুচিটা দিয়ে ভাজতে হবে।পিঁয়াজটা লাল হয়ে এলে টমেটো কুচি,আদা-রশুন-কাঁচা লংকাবাটা,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো,১চা চামচ চানা মশলা গুঁড়ো,লাল লংকা গুঁড়ো,কাশ্মীরি লংকার গুঁড়ো,লবন,চিনি,গোলমরিচ গুঁড়ো সব মশলা ও অপ্ল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে।মশলা কষে তেল ছেড়ে এলে তখন মটন কিমাটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে।কিমাটা কষা হয়ে গেলে ১ কাপ গরম জল দিয়ে মিশিয়ে নিতে হবে।এবার গ্যাসটা কমিয়ে কিমাটা ঢাকা দিতে হবে।

  3. 3

    বা তাড়াতাড়ি করার জন্য কিমার মিশ্রনটা কুকার এ দিয়ে ৩-৪ টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে।কিমাটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ ছোলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে ও আরও ১ কাপ গরম জল দিয়ে ফোটাতে হবে,লবন ও চিনিটাও টেষ্ট করে নিতে হবে।ঝোলটা ফুটে একটু ঘন হয়ে এলে তখন গরম মশলা গুঁড়ো,১ চা চামচ চানা মশলা গুঁড়ো ও কশৌরি মেথি দিয়ে মিশিয়ে বাটারটা দিয়ে নামিয়ে নিতে হবে।একটা বাটিতে ঢেলে নিয়ে ওপর থেকে বাটার কাঁচা লংকা ও পিঁয়াজ এর রিং দিয়ে সাজিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandita Chakraborty
Nandita Chakraborty @cook_18185559

মন্তব্যগুলি

Similar Recipes