চিকেন পুরে মুগডালের কোপ্তা কারি (chicken poore oog daler kopta curry recipe in Bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#ডালের রেসিপি

চিকেন পুরে মুগডালের কোপ্তা কারি (chicken poore oog daler kopta curry recipe in Bengali)

#ডালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
  1. 11/2 কাপমুগ ডাল
  2. 1/2টেবিল চামচ নুন
  3. 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. 1/2টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  5. 1টেবিল চামচ চিনি
  6. 100 গ্রামবোনলেস চিকেন
  7. 1/2টেবিল চামচ সোয় সস্
  8. 1/4টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  9. 1/2টেবিল চামচ আদা ও রসুন
  10. স্বাদ মতোনুন
  11. 2টো কাঁচা লঙ্কা
  12. 1টা পেঁয়াজ
  13. 2টেবিল চামচ ধনেপাতা
  14. 3টেবিল চামচ কড়াইশুঁটি
  15. 2টেবিল চামচ টমেটো
  16. 1/2আলু
  17. 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  18. 1/2টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
  19. 1/2টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  20. 4টেবিল চামচ সাদা তেল
  21. স্বাদ অনুযায়ীনুন ও মিষ্টি
  22. 1টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ।
  23. পর্যাপ্ত তেলভাজার জন্য
  24. 2টেবিল চামচ ঘি
  25. 1/4টেবিল চামচ গোটা জিরে
  26. 1/2জিরের গুঁড়ো
  27. 1/2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  28. 1/2টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  29. 1/2টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  30. 1/2টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
  31. প্রয়োজন মতোজল
  32. স্বাদ অনুযায়ীনুন ও মিষ্টি
  33. 1/4 কাপময়দা

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মুগডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে ।নুন, চিনি, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সি তে পেস্ট করে নিতে হবে ।

  2. 2

    ওভেনে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে গরম হলে পেস্ট করা ডালের মিশ্রণ ঢেলে 2 মিনিট নেড়ে ডো এর আকার তৈরী হলে নামিয়ে নিতে হবে ।

  3. 3

    ময়দা দিয়ে মুগডালের ডো মেখে শক্ত করে নিতে হবে ।

  4. 4

    বোনলেস চিকেনের টুকরো সোয়াসস্, গোলমরিচ গুঁড়ো,নুন, আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে মেখে 20 মিনিট রেখে দিতে হবে ।

  5. 5

    কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আদা ও রসুন বাটা দিয়ে আবারও ভাজতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ।একে একে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে কষাতে হবে ।

  6. 6

    কষানো হলে চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ আলু গ্রেড করে দিতে হবে । 2/3 মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে । পুর ভরার জন্য ।

  7. 7

    কর্ণ ফ্লাওয়ার জলে গুলে নিতে হবে । মুগডালের ডো থেকে বেশ খানিকটা করে নিয়ে মাঝারি মাপের বলের আকারে তৈরী করে নিতে হবে ।

  8. 8

    মুগডালের বল গুলোর মাঝে আঙুল দিয়ে চেপে গর্ত মতো করে অল্প অল্প পুর নিয়ে ভরে আবারও ভালো করে মিশিয়ে গোলাকার বলের আকারে তৈরী করে নিতে হবে । একই ভাবে সব গুলো তৈরী করে নিতে হবে ।

  9. 9

    ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে তৈরী করা বল গুলো গুলে রাখা কর্ণ ফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তেলে অল্প ভেজে নিতে হবে ।

  10. 10

    একই ভাবে সব গুলো ভেজে নিতে হবে ।এবার কড়াইতে ঘি গরম করে তার মধ্যে গোটা জিরে ফোঁড়ন দিতে হবে ।

  11. 11

    একটা পাত্রে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো,লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে অল্প জল দিয়ে গুলে কড়াইতে দিতে হবে ।কাঁচা লঙ্কা দিতে হবে ।

  12. 12

    জল শুকিয়ে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো উষ্ণ জল দিতে হবে । 4/5 মিনিট রান্না করার পর কারি হয়ে এলে গরম মসলার গুঁড়ো ও অল্প ঘি দিয়ে নামিয়ে নিতে হবে ।

  13. 13

    একটা পাত্রে চিকেন পুর ভরা মুগডালের কোপ্তা গুলো রেখে তার উপরে কারি ঢেলে দিতে হবে । 5 মিনিট রেখে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes