কাঁচা পেঁপের কোপ্তা ও কারি

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#ইন্ডিয়া

কাঁচা পেঁপের কোপ্তা ও কারি

#ইন্ডিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1টা মাঝারি পেঁপে
  2. 1টা বড় টমেটো
  3. 2টো কাঁচা লঙ্কা
  4. 1চা চামচআদা বাটা
  5. 1 চা চামচজিরের গুঁড়ো
  6. 1চা চামচধনের গুঁড়ো
  7. 2-3 চামচধনেপাতা কুচি
  8. 8 টাকাজুবাদাম
  9. 1/2 কাপবেসন
  10. 1চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  11. 1/2 চা চামচকসুরি মেথি
  12. 1/2চা চামচগরম মসলার গুঁড়ো
  13. 1টা শুকনো লঙ্কা
  14. 1 চা চামচঘি
  15. 1টা তেজপাতা
  16. 1 চা চামচহলুদ গুঁড়ো
  17. 1/2 চা চামচক্রিম
  18. 1টা মাঝারি সিদ্ধ আলু
  19. 1চা চামচবিরিয়ানি মশলা
  20. 2 চা চামচসরষের তেল
  21. প্রয়োজন মতো সাদা তেল ভাজার জন্য
  22. স্বাদ অনুযায়ীনুন ও মিষ্টি
  23. 2 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পেঁপের উপরের সবুজ অংশ ভালো করে ছাড়িয়ে নিয়ে কুরিয়ে নিতে হবে ।একটি পাত্রে পেঁপে, জিরে, ধনেপাতা, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন ও মিষ্টি, প্রয়োজন মতো ব্যাসন দিয়ে মাখতে হবে ।

  2. 2

    কড়াইতে সাদা তেল গরম তার মধ্যে বলের আকারে তৈরি করে ভেজে নিতে হবে । রেডি কোপ্তা ।

  3. 3

    কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা,শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে ভাজতে হবে আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত । কাঁচা লঙ্কা, জিরে ও ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, বিরিয়ানি মশলা দিয়ে ভাল করে মিশিয়ে কষাতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes