দুধ পুডিং / এগলেস্ মিল্ক পুডিং (doodh puding/ eggless milk puding recipe in Bengali)

Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad

#TeamTrees
#ইবুক_পোষ্ট২
ডিম ছাড়া সম্পুর্ণ নিরামিষ ভাবে বানানো দুধের পুডিং খেতে যেমন সুস্বাদু বানানো তেমনটাই সহজ।
নরম তুলতুলে দুধের পুডিং ছোট থেকে বড় সবার ই খুব পছন্দের।

দুধ পুডিং / এগলেস্ মিল্ক পুডিং (doodh puding/ eggless milk puding recipe in Bengali)

#TeamTrees
#ইবুক_পোষ্ট২
ডিম ছাড়া সম্পুর্ণ নিরামিষ ভাবে বানানো দুধের পুডিং খেতে যেমন সুস্বাদু বানানো তেমনটাই সহজ।
নরম তুলতুলে দুধের পুডিং ছোট থেকে বড় সবার ই খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩-৪জন
  1. ১/২ কাপ দুধ
  2. ১/২ ক্যান কনডেন্সড মিল্ক
  3. ১/২ কাপ জল ছাড়া ঘন টক দ্ই
  4. ১/২ চা চামচ ছোট এলাচ্ গুঁড়ো
  5. ১/২ চা চামচ কর্ন ফ্লাওয়ার
  6. ১ চিমটিকেশর

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    পুডিং বানাবার প্রায় ৩-৪ ঘন্টা আগে একটা ছাঁকনি নিয়ে তাতে টক দ্ই টা দিয়ে রেখে সব জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    জল ঝরে গেলে একটা বড় মিক্সিং বাউলে প্রথমে কনডেন্সড মিল্ক পরিমান মতো দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম ভাল করে হ্যান্ড উইস্ক দিয়ে।

  3. 3

    এরপর জল ঝরানো টক দ্ই মেশালাম ।আর আবার সব কিছু মিশিয়ে নিলাম।

  4. 4

    এরপর দুধ দিয়েও ভাল করে সব কিছু মিশিয়ে নিলাম। পুডিং এর ব্যাটার তৈরি হয়ে গেলে ছোট এলাচ্ গুঁড়ো মিশিয়ে নিলাম।

  5. 5

    একটা কাঁচের পাত্র নিয়ে ঘি / বাটার দিয়ে গ্রিসিং করে পুডিং এর মিশ্রণ টা ঢেলে দিলাম।

  6. 6

    মিশ্রণের উপর দিয়ে এক চিমটে কেশর দানা ছড়িয়ে দিলাম।

  7. 7

    একটা ঢাকা দেওয়া পাত্রে সামান্য জল ঢেলে গরমে বসালাম।জল গরম হলে পুডিং এর পাত্র টা ওর মধ্যে খুব সাবধানে বসিয়ে দিলাম।
    মনে রাখতে হবে যে এই বড় পাত্রের জলের পরিমাণ এমন হবে যাতে পুডিং এর বাটিটার ১/২ বা তারও নীচে জলের পরিমান থাকে।

  8. 8

    ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় ৩৫-৪০ মিনিট ধরে স্টীমে বসিয়ে রাখলাম।

  9. 9

    নির্দিষ্ট সময় পর ঢাকা খুলে একটা ছুরির সাহায্যে দেখ নিলাম পুডিং কাঁচা আছে নাকি।

  10. 10

    এবার পুডিং টা কে ঘরের তাপমাত্রায় এনে ৪-৫ ঘন্টার জন্য রেফ্রিজারেট করে তারপর খুব সাবধানে ছুরির সাহায্য পুডিং টা পিস্ পিস্ করে কেটে সার্ভ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad
My Facebook Page Link below👇https://www.facebook.com/RakaBhattacharji/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes