ছানার কোর্মা (chanar korma recipe in Bengali)

Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

ছানার কোর্মা (chanar korma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ১৫ মিনিট
৪ জন
  1. ৮০০ মিলি দুধ
  2. ৩ টেবিল চামচ সাদা ভিনিগার
  3. ১ টেবিল চামচ ময়দা
  4. ১/২কাপ টক দই
  5. ৩০ গ্রাম কাজু বাদাম (গোটা)
  6. ২০ গ্রাম চারমগজ (গোটা)
  7. ১ টি ১ ইঞ্চ আদা
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১.৫ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  10. ১.৫ চা চামচ সাদা জিরে (গোটা)
  11. ১ চা চামচ ধনে (গোটা)
  12. ১০-১২ টাগরম মশলা (গোটা) - ৪টি লবঙ্গ, ৪টি ছোট এলাচ, ৪টি দারচিনি
  13. ৪ টি তেজপাতা
  14. ১/২ চা চামচ হিং গুঁড়ো
  15. ৭ টেবিল চামচ সর্ষের তেল
  16. ২ টেবিল চামচ ঘি
  17. ১ চা চামচ চিনি
  18. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ১৫ মিনিট
  1. 1

    দুধ ভালো করে জ্বাল দিয়ে তারপর আঁচ কমিয়ে সাদা ভিনিগার মিশিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। ছানা ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    আদা বেটে নিতে হবে। গোটা গরম মশলা, গোটা ধনে ও গোটা সাদা জিরে এক সাথে একটু শুকনো ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে রাখতে হবে। কাজু বাদাম ও চারমগজ এক সাথে একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে হবে। টক দই ভালো করে ফেটিয়ে রাখতে হবে।

  3. 3

    জল ঝরানো ছানার সাথে হিং গুঁড়ো, অর্ধেকটা আদা বাটা, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, অর্ধেকটা গুঁড়ো মশলা, ময়দা, হাফ চা চামচ চিনি ও স্বাদমত নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।

  4. 4

    এবারে ছানার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে পাকিয়ে তারপর হাতের তালু দিয়ে চেপে একটু চ্যাপ্টা বড়ার আকারে গড়ে নিতে হবে।

  5. 5

    সর্ষের তেলের সাথে ১ টেবিল চামচ ঘি মিশিয়ে গরম করে নিয়ে গড়ে রাখা ছানার বড়া গুলি ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে বাকি আদা বাটা, কাজু বাদাম-চারমগজ বাটা ও ফেটিয়ে রাখা টক দই দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর হলুদ গুঁড়ো, বাকি ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, বাকি হাফ চা চামচ চিনি ও নুন দিয়ে আরো একটু কষিয়ে নিয়ে পরিমান মত জল দিতে হবে।

  6. 6

    ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ছানার বড়া গুলি দিতে হবে, ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট রাখতে হবে, গ্রেভি ঘন হয়ে এলে তারপর বাকি গুঁড়ো মশলা ও বাকি ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরী ছানার কোর্মা।

  7. 7

    ভাত, পোলাও, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই অপূর্ব খেতে লাগে এই ছানার কোর্মা। আমি ভাতের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes