সয়াবিনের কোর্মা(soyabeaner korma recipe in Bengali)

Jharna Das
Jharna Das @cook_26390799

#স্বাদেররান্না
সয়াবিনের কোর্মা এমন একটা রেসিপি এটা খেতে একদম মাংসের মতো লাগে এটা লুচি রুটি ফ্রাইস পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় ঠিকমতো রান্না করতে পারলে খেতে জাস্ট অসাধারণ লাগে

সয়াবিনের কোর্মা(soyabeaner korma recipe in Bengali)

#স্বাদেররান্না
সয়াবিনের কোর্মা এমন একটা রেসিপি এটা খেতে একদম মাংসের মতো লাগে এটা লুচি রুটি ফ্রাইস পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় ঠিকমতো রান্না করতে পারলে খেতে জাস্ট অসাধারণ লাগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘণ্টা
সাত জন
  1. 100 গ্রাম সয়াবিন
  2. 1টা মাঝারি আলু টুকরো করে কাটা
  3. 2টো বড় পেঁয়াজ কুচি
  4. 1টা মাঝারি টমেটো পেস্ট করা
  5. 1/2 চা চামচআদা বাটা
  6. 1/2 চা চামচরসুন বাটা
  7. 1 চা চামচলঙ্কাবাটা
  8. 1/2 চা চামচজিরা গুঁড়ো ও হাফ চামচ ধনিয়া গুঁড়ো
  9. 3 চা চামচটক দই
  10. 1 টেবিল চামচকাজু বাদাম বাটা
  11. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদমতোলবণ
  13. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  14. 2 চা চামচ ঘি
  15. 1 চা চামচগরম মসলা
  16. 1 টা তেজপাতা
  17. 1টা শুকনো লঙ্কা
  18. 1 টুকরোছোট দারচিনি
  19. 3টি এলাচ
  20. 4টেলবঙ্গ
  21. স্বাদমতোচিনি
  22. 1/2 চা চামচ গোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

এক ঘণ্টা
  1. 1

    প্রথমে কড়াইয়ে অল্প জল দিয়ে তাতে একটু লবণ দিয়ে সয়াবিন দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিন এতে সয়াবিন গুলো ফুলে উঠবে

  2. 2

    এর পর সয়াবিন গুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে হাত দিয়ে চেপে জল বের করে নিন

  3. 3

    এবার সয়াবিন গুলোকে একটু লাল করে ভেজে নিন

  4. 4

    লবণ হলুদ মাখিয়ে টুকরো করা আলু গুলোকে লাল করে ভেজে তুলে নিন

  5. 5

    এর পর কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে দিন দু চামচ ঘিয়ে দিয়ে দিন

  6. 6

    সামান্য পেঁয়াজ দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে নিন

  7. 7

    এবারে গোটা তেজ পাতা শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ এলাচ এক টুকরো দারচিনি ফোড়ন দিন

  8. 8

    ফোড়ন একটু লাল হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন

  9. 9

    পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিন একটু কসিয়ে নিন যাতে কাঁচা গন্ধটা না থাকে হাল্কা আঁচ এ রান্না টা হবে

  10. 10

    কষানো হয়ে গেলে এবার টমেটো পেস্ট আর কাজুবাদাম বাটা দিয়ে দিন ভাল করে নেড়ে মিশিয়ে টক দই ভাল করে চামচ দিয়ে ফেটিয়ে দিয়ে দিন

  11. 11

    টক দই দিয়ে ভালো করে নেড়ে নিন না হলে টক দই জমে যাবে এবার জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভাল করে কষিয়ে নিন যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে

  12. 12

    মশলা কষানো হয়ে গেলে সয়াবিন আর ভেজে রাখা আলু দিয়ে দিন এ বার একটু সবকিছু নেড়ে চেড়ে কসিয়ে নিন

  13. 13

    কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিন

  14. 14

    এই রান্নাটি একটু মাখা মাখা হবে দশ মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে দিন

  15. 15

    ঢাকনা খুলে যদি ঝোলটা ঠিকঠাক থাকে তাহলে স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিন

  16. 16

    এবার পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Das
Jharna Das @cook_26390799

Similar Recipes