চিকেন কোর্মা (chicken korma recipe in Bengali)

Sharmistha Paul
Sharmistha Paul @Sharmisthapaul


#GA4
#week26


আমি এবারের ধাঁধা থেকে কোর্মা বেছে নিলাম

চিকেন কোর্মা (chicken korma recipe in Bengali)


#GA4
#week26


আমি এবারের ধাঁধা থেকে কোর্মা বেছে নিলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 জন
  1. 1 কেজি চিকেন লেগ পিস
  2. 2 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  3. 2 চা চামচনুন
  4. 2 চা চামচআদা,রসুন বাটা
  5. 1টেবিল চামচদই
  6. 2 চা চামচঘি
  7. 200মিলি লিরান্না করার তেল
  8. 3 টে মাঝারি পেঁয়াজ
  9. 4 টেলবঙ্গ
  10. 2 টোদারচিনি
  11. 1 চা চামচগোটা সাদা জিরে
  12. 4 টেগোলমরিচ
  13. 10 টাকাজু বাদাম
  14. 1 কাপদুধ
  15. 1/2 চা চামচকেওড়া জল
  16. 6 টাছোটো এলাচ

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ একসঙ্গে করে নিতে হবে

  2. 2

    আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন,চিকেন টা প্রথমে 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো,2 চা চামচ নুন,আদা, রসুন বাটা 2 চা চামচ,1 টেবিল চামচ দই দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রাখতে হবে

  3. 3

    এবার এই কোরমা রান্না টে বাড়ির তৈরি মসলা দিতে হয়,সেটা হলো,
    1 চা চামচ গোটা সাদা জিরে,গোলমরিচ 4 টে,দারচিনি 2 টো,ছোটো এলাচ 6 টা,লবঙ্গ 4 টে একসাথে হালকা আঁচে ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা করে গুরো করে নিতে হবে

  4. 4

    এবার ফ্রাইং প্যান গ্যাসে ওভেনে বসিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি ও রান্নার তেল দিয়ে তার মধ্যে লবঙ্গ,দারচিনি,ছোটো এলাচ দিয়ে হালকা ভেজে কুচিয়ে রাখা 3 টে পেয়াঁজ দিয়ে দিতে হবে, এ সময় কভার করে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে

  5. 5

    যখন দেখব পেয়াঁজ লাল হয়ে গেছে তখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেন টা দিয়ে দিতে হবে

  6. 6

    এই সময় 5 মিনিট কভার করে রান্না করতে হবে

  7. 7

    5 মিনিট পর কভার খুলে কাজু বাদাম বাটা দিয়ে আবার ও 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে

  8. 8

    রায় সময় গ্যাস ওভেনের আঁচ টা একটু বাড়িয়ে দিয়ে দিতে হবে,এবার 1 কাপ দুধ দিয়ে দিতে হবে, কারণ আমি নারকেল এর দুধ আর দই রান্না করার সময় দেই নি,টে আমি দুধ দিয়ে রান্না করলাম

  9. 9

    এবার 1/ 2 চা চামচ কেওড়ার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে

  10. 10

    এবার বাড়ির মসলা 1/3 চা চামচ দিয়ে 10 থেকে 12 মিনিট কভার করে রান্না করলে তৈরি হয়ে যাবে চিকেন কোরমা

  11. 11

    এবার আমি ময়দার পরোটার সাথে চিকেন কোরমা পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmistha Paul
Sharmistha Paul @Sharmisthapaul

Similar Recipes