মুগ ছোলে প্যাটিস

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 সারভিংস
  1. 1 কাপমুগডাল
  2. 11/2 কাপচালের গুঁড়ো
  3. 2 টো ডিম
  4. প্রয়োজন মতোনুন, মিষ্টি
  5. 1 চিমটিখাবার সোডা
  6. 1 টেবিল চামচ বাটার
  7. 1/2 কাপছোলার ডাল
  8. 1/4 টেবিল চামচ জিরের গুঁড়ো
  9. 1/4 টেবিল চামচ ধনের গুঁড়ো
  10. 1 টেবিল চামচ আদা
  11. 1/4 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো
  12. 2 টেবিল চামচ ধনেপাতা
  13. 1 টা কাঁচা লঙ্কা
  14. 1/2 টেবিল চামচ চটপটা মশলা
  15. 1/4 টেবিল চামচ গরম মসলা
  16. 1/2 টেবিল চামচ মধু
  17. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ছোলার ডাল 6/8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    মুগ ডাল ভেজে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে ।

  3. 3

    মুগ ডাল ঠান্ডা হলে একটা পাত্রে নিয়ে মুগডাল, চালের গুঁড়ো, ডিম, খাবার সোডা,মিষ্টি ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরী করতে হবে । 15/20 মিনিট চাপা ঢাকা দিয়ে রাখতে হবে ।

  4. 4

    ভেজানো ছোলা জল ঝরিয়ে মিক্সি তে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে হাঁপ পেস্ট করে নিতে হবে ।

  5. 5

    পাত্রে ঢেলে ওই পেস্টের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মধু, গরম মসলা, চটপটা মশলা ও স্বাদ মতো নুন দিয়ে মাখতে হবে ।

  6. 6

    মুগডালের ডো থেকে লেচি করে রুটির মতো বেলে নিতে হবে ।

  7. 7

    ছোলার ডালের পুর মাঝখানে দিয়ে একপাশ টেনে আরেক পাশের সাথে চেপে লাগিয়ে দিতে হবে ।

  8. 8

    এবার ননস্টিকের প্যানে বাটার গরম করে তার মধ্যে দিয়ে ডিম ব্রাশ করে দিতে হবে ।লো ফ্লেমে ভাজতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes