ধুষকা (dhuska recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

#goldenapron2
পোস্ট 12
স্টেট ঝাড়খন্ড
#ইবুক পোষ্ট-44

ধুষকা (dhuska recipe in Bengali)

#goldenapron2
পোস্ট 12
স্টেট ঝাড়খন্ড
#ইবুক পোষ্ট-44

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট।
6-7 জনের জন্য।
  1. 100 গ্রামচাল
  2. 50 গ্রামছোলার ডাল
  3. 25 গ্রামবিউলির ডাল
  4. 1চা চামচ আদাবাটা
  5. স্বাদমতোনুন
  6. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1চা চামচ কাঁচালঙ্কা বাটা
  8. 1/2 কাপধনেপাতা কুচি
  9. 1চা চামচ গোটাজিরে
  10. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য তেল
  11. 1/2চা চামচ মিষ্টি সোডা/ খাবার সোডা

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট।
  1. 1

    সব উপকরণ এক সাথে গুছিয়ে নিলাম।

  2. 2

    চাল ও দুই রকম ডাল এক সাথে করে ভালো করে ধুয়ে আগের দিন রাতে ভিজিয়ে রাখ লাম।

  3. 3

    এবার জল ঝরিয়ে মিক্সি তে মিহি পেস্ট তৈরী করে নিলাম।

  4. 4

    এবার তৈরী করা পেস্টের মধ্যে নুন পরিমাণ মতো, হলুদ, গোটাজিরে, আদাবাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে 30 মিনিট ঢেকে রাখলাম।

  5. 5

    30 মিনিট পর ভালো করে সব মশলা মিশে গেলে এবার মিষ্টি সোডা/খাবার সোডা আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।

  6. 6

    এবার গেসে উপর কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে একটা হাতার সাহায্যে এক হাতা এক হাতা করে তেলের উপর দিয়ে লুচির মতো ভেজে নেবো।

  7. 7

    আপনা হতে ভেসে উঠলে উল্টে পাল্টে সব গুলো কুড়কুরে করে ভজে নেবো,,,ভাজা হলে একটা টিস্যু পেপার উপর রেখে দেব অতিরিক্ত তেলটা যাতে শুসে নেয়।

  8. 8

    তারপর সুন্দর করে সাজিয়ে ঘুগনির সাথে পরিবেশ করলাম।🙏🙏🙏🙏

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

মন্তব্যগুলি

Similar Recipes