স্পাইসি মিক্সড ডাল ফ্রাই (Spicy Mixed dal fry recipe in bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#স্পাইসি

স্পাইসি মিক্সড ডাল ফ্রাই (Spicy Mixed dal fry recipe in bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
8 সারভিংস
  1. 1 কাপমিক্সড ডাল
  2. 1টা পেঁয়াজ (বড়)
  3. 4টে কাঁচা লঙ্কা
  4. 6/7কোয়া রসুন
  5. 2টেবিল চামচ ঘি
  6. 1টেবিল চামচ গরম মশলার গুঁড়ো
  7. 4টেবিল চামচ ধনেপাতা
  8. 2টো শুকনো লঙ্কা
  9. 1টেবিল চামচ আদা ও রসুন
  10. 1টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  11. 1টেবিল চামচ ধনের গুঁড়ো
  12. 1/2টেবিল চামচ জিরের গুঁড়ো
  13. 2টেবিল চামচ তেল
  14. স্বাদ অনুযায়ীনুন ও মিষ্টি

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    মিক্সড ডাল আগের দিন রাতে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    প্রেসার কুকারে 3/4 টে সিটি দিয়ে নিতে হবে ।

  3. 3

    কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজতে হবে ।

  4. 4

    আদা ও রসুন বাটা দিয়ে ভাজতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ।

  5. 5

    কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো,স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে কষাতে হবে তেল বের না হওয়া পর্যন্ত ।

  6. 6

    কষানো হলে সিদ্ধ মিক্সড ডাল দিয়ে পরিমাণ মতো উষ্ণ জল দিতে হবে ।

  7. 7

    ধনেপাতা কুচি দিতে হবে ।মিডিয়াম লো ফ্লেমে রান্না করতে হবে ।

  8. 8

    ডালের জল শুকিয়ে ঘন হয়ে এলে ওভেন বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  9. 9

    অন্য একটা কড়াইতে ঘি গরম করে রসুন লম্বা ও পাতলা করে কেটে দিতে হবে ।

  10. 10

    শুকনো লঙ্কা দিতে হবে । রসুন ও শুকনো লঙ্কা লালচে করে ভেজে তৈরি করা ডালের উপরে দিয়ে দিতে হবে ।

  11. 11

    আবারও ঢাকা দিয়ে 5/10 মিনিট রেখে তারপর পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes