স্পাইসি কুদরি ফ্রাই

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

স্পাইসি কুদরি ফ্রাই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4 সারভিংস
  1. 350 গ্রামকুদরি
  2. 1/4 টেবিল চামচ হিং
  3. 1 টা পেঁয়াজ
  4. 1 টা টমেটো
  5. 2 টেবিল চামচ জল
  6. 4 টেবিল চামচ তেল
  7. 6 টেবিল চামচ ধনেপাতা
  8. 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো
  9. 1 টেবিল চামচ জিরের গুঁড়ো
  10. 1 টেবিল চামচ গোটা জিরে
  11. 1 টেবিল চামচ ধনের গুঁড়ো
  12. 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  13. 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  14. 1/2 টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    কুদরি গুলো ভালো করে ধুয়ে চার খন্ড করে কেটে নিতে হবে ।পেঁয়াজ স্লাইস করে কেটে নিতে হবে ।টমেটো স্লাইস করে কেটে নিতে হবে । ধনেপাতা কুচি করে কেটে নিতে হবে ।

  2. 2

    ওভেনে ননস্টিকের কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে হিং ও পেঁয়াজ দিয়ে অল্প নুন দিয়ে চাপা ঢাকা দিতে হবে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ।

  3. 3

    এবার কুদরি গুলো কড়াইতে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে 6/7 মিনিট ঢাকা দিতে হবে ।

  4. 4

    হাফ সিদ্ধ হলে টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ।

  5. 5

    হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট নেড়ে জল দিতে হবে । ফুটে উঠলে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

মন্তব্যগুলি

Similar Recipes