কাশ্মীরি পোলাও

Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

#চালের রেসিপি
#ইবুক ২নং পোস্ট
এই রান্নাটি খুব সহজ পদ্ধতিতে করেছি।

কাশ্মীরি পোলাও

#চালের রেসিপি
#ইবুক ২নং পোস্ট
এই রান্নাটি খুব সহজ পদ্ধতিতে করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭৫০গ্রামবাসমতি চাল
  2. ৫০০গ্রামমিল্ক / দুধ
  3. ১প্যাকেটগোটা গরম মশলা
  4. ৪-৫টিতেজ পাতা
  5. ১০০গ্রামকাজু+কিসমিস+পেস্তা বাদাম
  6. ১ চিমটে করে জাফরান ও ফুড রং
  7. ৫ চা চামচঘি
  8. স্বাদ মতননুন
  9. স্বাদ মতনচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল কে ভালো করে ধুয়ে একটি হাড়িতে ১,১/২লিটার জল দিয়ে বসিয়ে দিতে হবে, আমি তাতে ৩চা চামচ দুধটা রেখে বাকিটা ওই চালের সাথে দিয়ে ফুটাতে হবে,তার সাথে গোটা গরম মসলা গুলো আর তেজপাতা গুলো দিয়ে দিতে হবে।

  2. 2

    যেই চালটা ফুটতে থাকবে তখন পরিমাণ মতন নুন ও চিনি দিয়ে ফুটাতে হবে।

  3. 3

    অপর দিকে বাকি দুধে ফুড রং ও জাফরান টা দিয়ে ভিজিয়ে রাখতে হবে।তারপর ভাতটা অল্প শক্ত থাকাই নামিয়ে জলটা ঝড়িয়ে নিতে হবে।

  4. 4

    একটি কড়াইতে এক চা চামচ ঘি দিয়ে কাজু, কিসমিস আর পেস্তা বাদাম গুলোকে লাল করে ভেজে নিতে হবে।তারপর ঐ পোলাও এর সাথে ভাজাগুলো দিয়ে বাকি ঘি টা মিশিয়ে দিতে হবে,তার পর ওই জাফরান যুক্ত দুধটা পোলাও এর ওপর ছড়িয়ে দিলেই তৈরী কাশ্মীরি পোলাও। এইটি চিকেন বা মাটন দিয়ে খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sonali Bhadra
Sonali Bhadra @cook_17849141

মন্তব্যগুলি

Similar Recipes