গোকুল পিঠে (gokul pithe recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#ইবুক
বাঙালি বাড়িতে পিঠে হয় না এরকম দেখা যায় না। এই গোকুল পিঠে খুব সহজেই বানিয়ে ফেলা যায়।আমি এখানে ক্ষীর দিয়ে বানিয়েছি। চাইলে গুড় আর নারকেল মিশিয়ে;নারকেলের ছাঁই দিয়ে ও এই গোকুল পিঠে বানানো যেতে পারে।

গোকুল পিঠে (gokul pithe recipe in Bengali)

#ইবুক
বাঙালি বাড়িতে পিঠে হয় না এরকম দেখা যায় না। এই গোকুল পিঠে খুব সহজেই বানিয়ে ফেলা যায়।আমি এখানে ক্ষীর দিয়ে বানিয়েছি। চাইলে গুড় আর নারকেল মিশিয়ে;নারকেলের ছাঁই দিয়ে ও এই গোকুল পিঠে বানানো যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ১৫০ গ্রাম খোয়া ক্ষীর
  2. ২ কাপ চিনি
  3. ১কাপ দুধ
  4. ৪ টেবিল চামচ চালের গুঁড়ো
  5. ১ কাপ ময়দা
  6. ২ টেবিল চামচ সুজি
  7. ১৫০ মিলি.লি সাদা তেল
  8. ১.৫ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা ননস্টিক প্যান নিয়েছি তাতে খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিয়েছি। ৩০ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে তাতে চিনি টা দিয়ে দেবো এবং সমানে নাড়তে থাকবো। যতক্ষণ না চিনিটা গলে যায় এবং খোয়া ক্ষীর এর সাথে ভালোভাবে মিশে যায়।

  2. 2

    এবার দুধ টা ওই খোয়া ক্ষীর এর মিশ্রণের দিয়ে দেব এবং আবারও সমানে নাড়তে থাকবো যতক্ষণ না খোয়া ক্ষীর টার সাথে দুধ টা পুরোপুরি মিশে গিয়ে শুকিয়ে যায়।

  3. 3

    নাড়তে নাড়তে প্রায় মিনিট ৩-৪ পর অনেকটাই মিশ্রণটা পরিমাণে কমে আসবে।একদম শুকনো হয়ে গিয়ে মন্ডের আকার নেওয়া অবধি এটাকে নাড়তে হবে এবং তারপর মন্ড টাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটে।

  4. 4

    ঠান্ডা হয়ে গেলে মন্ড টাকে হাতের সাহায্যে একটু মেখে নিয়ে ছোট্ট ছোট্ট করে গোল লেচি নিয়ে চ্যাপ্টা আকার দিয়েছি আমি। আপনি আপনার ইচ্ছেমত যেকোন আকার দিতে পারেন। এইভাবে সবকটা গোকুল পিঠে করে নেব প্রথমে।

  5. 5

    এবার এক কাপ জল এবং এক কাপ চিনি মিশিয়ে ফুটিয়ে ৩/৪ পরিমাণ করে নিয়েছি রস টাকে। আর একটি পাত্রে চালের গুড়ি,সুজি এবং ময়দা মিশিয়ে নিয়ে জলের সাহায্যে একটা মিশ্রন বানিয়ে নিয়েছি।যেটা খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি গাঢ় ও নয়।

  6. 6

    এবার একটা কড়াইতে তেল নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচ টা কমিয়ে দেব এবং মন্ড থেকে লেচির আকারে গোল করে পিঠাগুলো গড়ে রেখেছিলাম সেগুলো মিশ্রণে ডুবিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো একপিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো আর এক পিঠ ও ভালো করে ভেজে নেব।

  7. 7

    এবার গরম রসের মধ্যে ভাজা পিঠা গুলো দিয়ে দিতে হবে এবং অন্ততপক্ষে ১ ঘন্টা চুবিয়ে রাখলে তৈরি হয়ে যাবে গোকুল পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes