ক্ষীর গোকুল পিঠে (kheer gokul pithe recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

এই পিঠে টি অতি প্রচলিত রেসিপি, পিঠের মধ্যে সেরা ও বলা যেতে পারে। দুরকম ভাবে করা যায়,দুধ দিয়ে আবার রসে দিয়ে।আমি দুধ দিয়ে বানিয়েছি।

ক্ষীর গোকুল পিঠে (kheer gokul pithe recipe in Bengali)

এই পিঠে টি অতি প্রচলিত রেসিপি, পিঠের মধ্যে সেরা ও বলা যেতে পারে। দুরকম ভাবে করা যায়,দুধ দিয়ে আবার রসে দিয়ে।আমি দুধ দিয়ে বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৮ জন
  1. ২কাপপুর বানানোর জন্য - নারকোল কোরা,
  2. ৫০ গ্ৰাম খেজুর গুড়
  3. ১/২ কাপগুঁড়ো দুধ
  4. ১/২ কাপব‍্যাটার ময়দা
  5. ১/৪ কাপ চালের গুঁড়ো
  6. ১/২ কাপ জল
  7. ৫০০ গ্ৰামক্ষীরের জন্য - দুধ
  8. ৫০ গ্ৰাম খেজুর গুড়
  9. ৪ চা চামচগুঁড়ো দুধ
  10. প্রয়োজন মতোভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে নারকোল দিয়ে পুর বানিয়ে নেবো, কড়াইয়ে নারকোল কোড়া ও গুড় দিয়ে নাড়তে থাকবো, এরমধ্যে গুড়ো দুধ দিয়ে নাড়তে হবে, আস্তে আস্তে পাক হয়ে কড়া ছেড়ে দেবে যখন,তখন নামিয়ে নিতে হবে।

  2. 2

    এবার ব‍্যাটার গুলে নেবো।বাটিতে ময়দা,চালের গুড়ো ও জল দিয়ে ব‍্যাটার গুলে নিতে হবে, খুব মোটা বা পাতলা হবে না।

  3. 3

    এবার নারকোল ছেই থেকে ছোট ছোট বলের আকারে নিয়ে চ‍্যাপটা করে প‍্যাড়ার মতো গড়ে নেবো।এবার কড়াইয়ে তেল বসিয়ে গরম হলে ব‍্যাটারে ডুবিয়ে কয়েক টি করে ভেজে নেবো, হালকা করে,খুব কড়া ভাজা হবে না।বেশি ভাজা হলে বড়া শক্ত হয়ে যাবে।

  4. 4

    এবার ক্ষীর করে নেবো, দুধ বসিয়ে ঘন করে নেবো,৫০০ দুধ ২৫০ মতো করে নিতে হবে।এর মধ্যে গুড়ো দুধ দিয়ে দিতে হবে। অল্প একটু দুধ আলাদা নিয়ে গুড় ভিজিয়ে রাখবো ।এবার দুধ ঘন হয়ে এলে বড়া গুলো দিয়ে ২ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবো,এবার দুমিনিট পর বড়া উলটে আরও দুমিনিট ফুটিয়ে নেবো। এবারদুধে ভেজানো গুড় অল্প অল্প করে দিয়ে আস্তে করে নাড়িয়ে একবার ফুটে উঠলে গ‍্যাস বন্ধ করে কিছুক্ষন ঢাকা দিয়ে রাখবো।

  5. 5

    এবার প্লেটে ও বাটিতে ঢেলে একটু পেস্তা ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes