বিস্কুট  কেক(biscuit cake recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#নববর্ষের রেসিপি
#OneRecipeOneTree
#ইবুক

বিস্কুট  কেক(biscuit cake recipe in Bengali)

#নববর্ষের রেসিপি
#OneRecipeOneTree
#ইবুক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ প্যাকেট(২৪০ গ্রাম) হাইড এন্ড সিক বিস্কুট
  2. ১ চিমটি বেকিংগ সোডা
  3. ১/২ চা চামচ বেকিং পাউডার
  4. ১/৩ কাপ চিনি গুঁড়ো
  5. ১ কাপ লিকউইট দুধ (চায়ের কাপে মাপা)
  6. ১০-১২ টা কাজু
  7. ১/২ চা চামচ কালার স্প্রিনকাল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম আমি সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর বিস্কুট গুলো আলাদা একটা পাত্রে রেখে তারপর মিক্সিং জারে দিয়ে গুড়ো করে নিতে হবে ।

  2. 2

    এবার একটা আলাদা পাত্রে বিস্কুট গুড়ো নিয়ে ওর মধ্যে বেকিংগ পাউডার, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে ।ও একটা সেমি থিক বেটার তৈরি করে নিতে হবে। এবার বেকিংগ সোডা দিয়ে আরো কিছু ক্ষণ ফেটিয়ে নিতে হবে ।

  4. 4

    বেটার তৈরি করার আগে আমি কেক টিনে তেল চারদিকে ভালো করে লাগিয়ে একটু ময়দার গুড়ো ছরিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে। ময়দার বাদলে বাটার পেপার ও দেওয়া যাবে ।

  5. 5

    আর একটা কড়াইতে নুন দিয়ে তার উপর একটা স্টেন্ড বসিয়ে ৫ মিনিট প্রি হিট করে নিতে হবে । এবার তৈরি বেটার টা কেক টিনে ঢেলে দিতে হবে ।

  6. 6

    এবার উপর থেকে কালার স্প্রিনকাল ও কাজু দিয়ে দিতে হবে । আর গ্যাস লো ফ্লেম করে ৩৫ মিনিট এর জন্য ঢেকে বানিয়ে নিতে হবে ।

  7. 7

    এবার ৩৫ মিনিট পর একটা টুতপিকের সাহায্যে দেখতে হবে যদি টুতপিকে না লাগে তার মানে কেক রেডি । তারপর ঠান্ডা হলে একটা প্লেটে উলটে ঢেলে দিতে হবে ।

  8. 8

    এবার নিজের ইচ্ছে মত কেটে নিতে হবে ।

  9. 9

    আমি এখানে ছোট ছোট পিস করে নিয়েছি । এবার সাজিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes