সবজি লেটকা খিচুরি (sabji latka khichuri recipe in Bengali)

Israt Chowdhury
Israt Chowdhury @cook_19763274

#বাঙালিরন্ধনশিল্প

সবজি লেটকা খিচুরি (sabji latka khichuri recipe in Bengali)

#বাঙালিরন্ধনশিল্প

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২কাপপোলাওয়ের চাল-
  2. ১/২কাপমসুর ডাল
  3. ১কাপমুগ ডাল
  4. ১টেবিল চামচ করেসরিষা + সয়াবিন তেল
  5. ১ টেবিলচামচঘি
  6. ১ কাপফুলকপি ছোট করে কাটা
  7. ৫টিকাঁচামরিচ
  8. ১ কাপআলু (কিউব করে টুকরা করা)
  9. ১/২কাপ গাজর (কিউব করা)
  10. ২টিটমেটো কুচি
  11. ১/২কাপমটরশুঁটি
  12. ১.৫ টেবিল চামচআদা-রসুন বাটা
  13. ৩টিপেঁয়াজ কুচি
  14. ৩-৪টিশুকনা মরিচ
  15. ৩টিতেজপাতা
  16. ১ চা চামচ/স্বাদ মতোমরিচ ও হলুদ গুঁড়া
  17. ২ টুকরাদারুচিনি
  18. ১ চা চামচআস্ত জিরা
  19. ১/২ চা চামচগরম মসলা গুঁড়া
  20. স্বাদ অনুযায়ীলবণ
  21. প্রয়োজন মতধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে প্যানে মুগ ডাল মাঝারি আঁচে হালকা টেলে নিন।ভাজা মুগ ডাল ও মসুর ডাল চালের সঙ্গে মিশিয়ে নিন। চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
    চুলায় মাঝারি আঁচে প্যান বসিয়ে তেল দিন। তেলে ফুলকপি,আলু ও গাজরের টুকরা গুলো সামান্য লবণ ছিটিয়ে মাঝারি আঁচে ভেজে নিন।

  2. 2

    আরেকটি প্যান চুলায় দিয়ে সরিষার তেল গরম করুন। গরম হলে শুকনা মরিচ, জিরা, দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ুে টমেটোর টুকরা দিয়ে চুলার আঁচ কমিয়ে মাঝারি করে দিন। টমেটো গলে গেলে অল্প করে পানি দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় পানি ঝরিয়ে রাখা চাল-ডাল দিয়ে ৫ মিনিট ভাজুন। গরম পানি দিয়ে দিন ৭ কাপ। চাল ও ডাল মিলিয়ে যত কাপ হবে, পানি দিতে হবে তার ঠিক তিনগুণ। বাকি পানি পরে দেবেন।

  3. 3

    এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো মিডিয়াম আঁচে পাঁচ মিনিট রাখুন। ঢাকনা তুলে নেড়ে নিন খিচুড়ি। এবার আরও ৩ কাপ গরম পানি দিন। খিচুড়ি বেশি পাতলা করতে চাইলে আরও খানিকটা পানি দিতে পারেন। পানি ফুটে উঠলে কেটে রাখা সবজির টুকরাগুলো দিয়ে নেড়ে নিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন পাত্র। আধা ঘণ্টা পর আরেকবার নেড়ে মটরশুঁটি ও কাঁচামরিচের টুকরা দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। গরম মসলার গুঁড়া ও টালা জিরার গুঁড়া মিশিয়ে নিন। ঘি দিয়ে নেড়েচেড়ে চুলা বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখুন খিচুড়ি।ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Israt Chowdhury
Israt Chowdhury @cook_19763274

মন্তব্যগুলি

Similar Recipes