সবজি মশলা খিচুড়ি(sabji mashla khichdi recipe in Bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#goldenapron3
এবারের ধাঁধা দিয়ে আমি খিচুড়ি বানিয়েছি, সাথে ২ টো উপকরণ ও নিয়েছি, হিং ও মেথি।
খিচুড়ি আমরা সবাই খেতে ভালোবাসি, আমি এতে অনেক সবজি ও দিয়েছি, আপনারা ও বানিয়ে দেখুন।

সবজি মশলা খিচুড়ি(sabji mashla khichdi recipe in Bengali)

#goldenapron3
এবারের ধাঁধা দিয়ে আমি খিচুড়ি বানিয়েছি, সাথে ২ টো উপকরণ ও নিয়েছি, হিং ও মেথি।
খিচুড়ি আমরা সবাই খেতে ভালোবাসি, আমি এতে অনেক সবজি ও দিয়েছি, আপনারা ও বানিয়ে দেখুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ২ কাপ চাল
  2. ২ টেবিল চামচ মুগ ডাল
  3. ২ টেবিল চামচ মসুর ডাল
  4. ২ টেবিল চামচঅড়হড় ডাল
  5. ১ টি বড় গাজর
  6. ২ টিআলু
  7. ১/২ ফুলকপি
  8. ৫০গ্রাম বিনস
  9. ১/২ কাপকড়াইশুঁটি
  10. ২ টিপেঁয়াজ কুঁচি
  11. ১ টি টমেটো কুচি
  12. ২টিশুকনোলংকা
  13. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  14. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  15. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  16. ১ চা চামচলংকা গুঁড়ো
  17. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  18. ১চিমটিহিং
  19. ১চা চামচ শুকনো মেথি
  20. ২টিকাঁচা লঙ্কা
  21. ২টিতেজপাতা
  22. ১টিদারচিনি
  23. ২-৩টিএলাচ
  24. স্বাদ অনুযায়ীনুন
  25. ১০০ গ্রাম তেল
  26. ১ টেবিল চামচ ঘি
  27. ১/২ আঁটি ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সব ডাল প্রথমে শুকনো খোলায়ে ভেজে নিন
    তারপর চাল ও ডাল ভালো করে ধুয়ে নিন।

  2. 2

    গাজর, কড়াইশুঁটি, বিনস কেটে অল্প সেদ্ধ করে নিন।

  3. 3

    আলু ও ফুলকপি ডুমো ডুমো করে কেটে তেল গরম করে ভেজে নিন।

  4. 4

    এবার হাঁড়ি তে তেল গরম করুন, তেল গরম হলে ওতে গোটা গরম মশলা, তেজপাতা, হিং, শুকনো লংকা, গোটা জিরা দিন তারপর ওতে পেঁয়াজ কুচি দিন।

  5. 5

    পেঁয়াজ হাল্কা লাল হলে টমেটো ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষুন, তারপর ওতে সব মশলা, নুন দিয়ে ভালো করে সব মিশিয়ে নিন, অল্প জল দিন।

  6. 6

    জল শুকিয়ে মশলা তেলে উঠে এলে ওতে সব সবজি, আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিন।তারপর ডাল ও চাল দিয়ে মিশিয়ে নিন।

  7. 7

    মেথি কে হাতে ঘষে খিচুড়ি তে দিয়ে দিন।
    এবার ৪ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন।

  8. 8

    চাল ভালো ভাবে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।গ্যাস অফ করে ১ চামচ ঘি দিয়ে হাঁড়ি মুখ বন্ধ করে ১০ মিনিট রেখে দিন ।

  9. 9

    তৈরি মশলা সবজি খিচুড়ি, গরম গরম পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes