ড্র্যাই ফ্রুটস ব্যানানা প্যানকেক (dry fruits banana pancake recipe in Bengali)

Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

#ময়দা রেসিপি

ড্র্যাই ফ্রুটস ব্যানানা প্যানকেক (dry fruits banana pancake recipe in Bengali)

#ময়দা রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জনের জন্য
  1. 2টি ডিম
  2. 1 কাপময়দা
  3. 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স
  4. 2টি পাকা কলা
  5. 2টেবিল চামচ চিনি (প্রয়োজনে বেশি বা কম দিতে পারেন)
  6. স্বাদ মতনুন
  7. 1/4 কাপড্রাই ফ্রুটস(কাজু, কিসমিস, ব্লু বেরি, আমন্ড)
  8. 4টেবিল চামচ ভেজিটেবিল তেল
  9. 1 কাপদুধ(প্রয়োজনে বেশি বা কম দিতে পারেন)
  10. 5টেবিল চামচ ম্যাপেল সিরাপ (প্রয়োজনে বেশি বা কম দিতে পারেন)

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে কলা দুটির খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    তারপর কলার মধ্যে ময়দা, ভ্যানিলা এসেন্স, চিনি, নুন, ডিম দিয়ে একসাথে ভালো করে মেখে তার মধ্যে দুধ দিয়ে একটি ভারী ব্যাটার বা মিশ্রণ তৈরি করতে হবে।

  3. 3

    তারপরে ওই ব্যাটার এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপরে একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেল ব্রাশ করে তার মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে এপিট ওপিট ভাল করে ভেজে নিলেই রেডি ড্রাই ফ্রুট ব্যানানা প্যানকেক।

  5. 5

    এরপর প্যান কেক গুলো একটির উপর একটি রেখে তার উপরের ম্যাপেল সিরাপ ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

মন্তব্যগুলি

Similar Recipes