ফিস কাটলেট (fish cutlet recipe in Bengali)

Popy Roy
Popy Roy @cook_19785204

ফিস কাটলেট (fish cutlet recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টুকরোভেটকি মাছ পেটি
  2. ১টা সেদ্ধ আলু
  3. ২কাপব্রেডক্রাম্বস
  4. ১ টিমিহি করে কুচি করা পেয়াজ
  5. ১/২চা চামচ আদা কুচি
  6. ১/২চা চামচ রসুন কুচি
  7. ২টিকাঁচা লন্কা কুচি
  8. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  9. ১/২চা চামচ চাট মশলা
  10. ১/২ চা চামচময়দা
  11. ১/২ চা চামচলেবুর রস
  12. ১ টিডিম
  13. স্বাদ অনুযায়ীনুন
  14. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ গুলো সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    ভালো করে বেছে নিতে হবে।আলু সেদ্ধ দিয়ে একসাথে মেখে নিতে হবে।

  3. 3

    এবার কড়াইতে ২টেবিল চামচ তেল গরম করে পেয়াজ কুচি,আদা, রসুন কুচি,কাচা লন্কা কুচি দিয়ে নেড়ে সেদ্ধ মাছ ও আলু সেদ্ধ দিয়ে নাড়তে হবে।

  4. 4

    জিরে গুঁড়ো,চাট মশলা, নুন, লেবুর রস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  5. 5

    এবার কাটলেটের শেপ দিয়ে প্রথমে ময়দার গোলা তারপর ব্রেডক্রাম্বস তারপর ডিমের গোলা ও শেষে ব্রেডক্রাম্বস গড়িয়ে নিতে হবে।

  6. 6

    কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে সোনালী করে ভেজে তুলে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Popy Roy
Popy Roy @cook_19785204

Similar Recipes