পাওভাজি (Pav bhaji recipe in Bengali)

Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

পাওভাজি (Pav bhaji recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৪ জন
  1. ৮ টা পাও ব্রেড
  2. ৩ টেটমেটো (কুচিকরা)
  3. ২ টোপেঁয়াজ (কুচি করা)
  4. ১ চা চামচআদা রসুন বাটা
  5. ২টোসেদ্ধ‌ আলু
  6. ১/৪সেদ্ধ ফুলকপি
  7. ১ টাক্যাপ্সিকাম (কুচি করা)
  8. ১মুঠোসেদ্ধ মটরশুঁটি
  9. ২টেবিল চামচসাদাতেল ২টেবিলচামচ
  10. স্বাদ মতোলবণ
  11. ২টেবিল চামচ পাওভাজি মশলা
  12. ২চা চামচল‌ঙ্কাগুঁড়ো
  13. ১/২চা চামচহলুদগুঁড়ো
  14. ৪টেবিল চামচধনেপাতা কুচি
  15. ২-৩ টে কাঁচালঙ্কা (কুচি করা)
  16. ১টেবিল চামচলেবুর রস
  17. ১ টেবিল চামচ টমেটো সস
  18. প্রয়োজন মতমাখন

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    কড়াইতে সাদাতেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আদারসুন বাটা দিয়ে ভাজতে হবে।

  2. 2

    টমেটো কুচি ও সামান্য লবণ দিয়ে নাড়তে হবে। টমেটো প্রায় গলে গেলে ফুলকপি, মটরসুটি দিয়ে নাড়তে হবে।

  3. 3

    সবজি একটু নেড়ে ম‍্যাশড আলু, কেপসিকাম দিয়ে লবণ (আগেও সামান্য দেওয়া আছে), ১চামচ লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো দিয়ে মেশাতে হবে। টমেটোস‍্যস দিতে হবে।

  4. 4

    ১কাপ জল দিয়ে নেড়ে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে পাওভাজি মশলা দিতে হবে।

  5. 5

    এক চা চামচ মাখন দিয়ে আরেকটু ধনেপাতা কুচি দিয়ে ঝোল ৮০% শুকিয়ে গেলে কা‍ঁচালঙ্কা কুচি, লেবুর রস দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    প‍্যানে খানিকটা মাখন গরম করে একটু ল‌ঙ্কাগুঁড়ো, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে পাওগুলো মাঝখানে চিরে প‍্যানে দিয়ে দুপিঠ সেঁকে নিতে হব।

  7. 7

    সার্ভিং প্লেটে ২পিস পাও রেখে সবজি দিয়ে উপরে একটু মাখন দিয়ে লেবু কাঁচালঙ্কার সাথে পরিবেশন করতে হবে পাওভাজি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moubani Das Biswas
Moubani Das Biswas @mou_cook_1992

Similar Recipes