কাতলা মাছের কালিয়া (katla macher kaliya recipe in Bengali)

Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

কাতলা মাছের কালিয়া (katla macher kaliya recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ টুকরো কাতলা মাছ
  2. ১টা মাঝারি সাইজের টমেটো পেষ্ট
  3. ১টা বড়ো পিঁয়াজ বাটা
  4. ১ টেবিল চামচ রসুন ও আদা বাটা
  5. পরিমাণ মতোগোটা গরম মশলা (২টো এলাচ,২ টো লবঙ্গ, ১টা ছোট দারচিনি)
  6. স্বাদ মত নুন ও চিনি
  7. ১টা তেজ পাতা
  8. ১টা শুকনো লঙ্কা
  9. ১ চা চামচ গোটা জিরে
  10. ২ টো কাঁচা লঙ্কা
  11. ১.৫ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  12. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  13. ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  14. ১.৫ টেবিল চামচ টক দই
  15. ১/২ টেবিল চামচ গরম মশলা
  16. প্রয়োজন মত সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছ গুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো।।

  2. 2

    কড়াইতে তেল গরম করে মাছ গুলো ভেজে নিতে হবে।।

  3. 3

    কড়াইতে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে চিনি,তেজ পাতা,শুকনো লঙ্কা,গোটা জিরে,গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবো।।

  4. 4

    যখন সুন্দর গন্ধ উঠবে তখন পিয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।।

  5. 5

    রসুন ও আদা এবং টমেটো বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাতে হবে।।

  6. 6

    এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো।।

  7. 7

    তেল ছাড়লে ফেটানো টক দই দিয়ে দেবো।।

  8. 8

    অল্প পরিমাণ জল দেবো ও জিরে গুঁড়ো দিয়ে দেবো।।

  9. 9

    স্বাদমতো নুন দেবো।।

  10. 10

    ফুটে উঠলে গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো।।

  11. 11

    গরম গরম ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করুন কাতলা মাছের কলিয়া।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

মন্তব্যগুলি

Similar Recipes