সর্ষে কাতলা(shorshe katla recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#মাছের রেসিপি

ভাতের পাতে অসাধারণ একটি ডিস্,অনেকে মাছ রুটি দিয়েও পছন্দ করেন তাই রুটির সাথে ও চলবে এই ডিস.

সর্ষে কাতলা(shorshe katla recipe in bengali)

#মাছের রেসিপি

ভাতের পাতে অসাধারণ একটি ডিস্,অনেকে মাছ রুটি দিয়েও পছন্দ করেন তাই রুটির সাথে ও চলবে এই ডিস.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২মিনিট
৫ জন
  1. ৫টুকরোকাতলা মাছ
  2. ১ টেবিল চামচ কালো সর্ষে
  3. ১ টেবিল চামচ সাদা সর্ষে
  4. ১/২ টেবিল চামচ পোস্ত
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/৪ চা চামচ কালেজিরে
  7. ২ টো তেজপাতা
  8. ১ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি
  9. ১/২ চা চামচ রসুন পেস্ট
  10. ১ টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট
  11. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  12. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  13. ১/২ চা চামচ চিনি
  14. ৪ টে কাঁচালঙ্কা(২ টো পেস্ট, ২ টো চেরা বা গোটা)
  15. ৫ টেবিল চামচ সরষের তেল
  16. স্বাদ অনুযায়ী লবণ
  17. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১২মিনিট
  1. 1

    প্রথমে মাছের পিস্ গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ১/২ চা চামচ করে নুন হলুদ মাখিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন.২ রকম সর্ষে পোস্ত আর ২ টো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিন.টমেটো পেস্ট করে নিন.কাঁচা লঙ্কা চিরে রাখুন,ধনেপাতা পেঁয়াজ কুচি করে নিন.রসুন পেস্ট করে রাখুন.

  2. 2

    ৫ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে ৩ টেবিল চামচ তেল ভালো করে গরম করে ম্যারিনেট করা মাছ গুলো বেশ লাল করে ভেজে তুলে নিন এবার ওই তেলে আর ১ চামচ তেল দিয়ে তেজপাতা ও কালোজিরে ফোড়ন দিন. ১৫ সেকেন্ড ফোড়ন ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা গোল্ডেন করে ভাজার পর রসুন ও টমেটো পেস্ট দিন এরপর ১/২ চামচ হলুদ লঙ্কা ও জিরে গুঁড়ো দিন.মসলা খুব ভালো করে কষানো হলে সামান্য জলে গুলে সর্ষে পোস্ত লঙ্কা পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে ১ মিনিট নেড়ে নিয়ে ১ কাপ জল দিন.

  3. 3

    ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছ ও চেরা লঙ্কা দিয়ে ঝোলের সঙ্গে হালকা ভাবে মাছ মিশিয়ে ধনেপাতা কুচি দিয়ে ৩ মিনিট মাঝার আঁচে ঢেকে রান্না করুন,৩ মিনিট পর ঢাকা খুলে ১ টেবিল চামচ তেল দিয়ে আরোও ২ মিনিট ঢেকে লো আঁচে রান্নার পর গ্যাস অফ্ করে নামিয়ে পরিবেশন করুন.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes