দই কাতলা (Doi Katla recipe in Bengali)

SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০

#ebook2
#ইবুক বিভাগ ১
#দই

প্রতিদিনের মাছ রান্নায় একটু বদল আনলে খেতে কিন্তু ভালোই লাগে।

দই কাতলা (Doi Katla recipe in Bengali)

#ebook2
#ইবুক বিভাগ ১
#দই

প্রতিদিনের মাছ রান্নায় একটু বদল আনলে খেতে কিন্তু ভালোই লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ২৫০গ্রাম(৩ টুকরো করা) কাতলা মাছ
  2. ১কাপ টক দই
  3. ১টাবড় পেঁয়াজ কুচি
  4. ১টা মাঝারি টমেটো
  5. ১/২" আদা
  6. ২টো কাঁচালঙ্কা
  7. ২টো তেজপাতা
  8. ১/২ চা চামচ গোটা জিরে
  9. ২চা চামচ জিরে গুঁড়ো
  10. ১চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/২চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  12. ১চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  14. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ১/২ চা চামচ ঘি
  16. ১/৪চা চামচ চিনি
  17. স্বাদ মতো নুন
  18. পরিমাণ মতো সর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছের হলুদ নুন মাখিয়ে নিতে হবে।

  2. 2

    পেয়াজ,টমেটো,আদা পেস্ট করে নিতে হবে।দইয়ে স্বাদ মতো নুন,চিনি,হলুদ,জিরে গুড়ো,ধনেগুড়ো,লঙ্কাগুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করে মাছ ভেজে নামিয়ে নিতে হবে।।

  4. 4

    মাছ ভাজার তেলেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফেটিয়ে রাখা দইটা আসতে আসতে ঢেলে দিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    মশলা কষা হয়ে তেল ছাড়লে মাছ গুলো দিয়েঘি,কাশ্মীরি লঙ্কাগুড়ো ও গরমমশলা গুড়ো দিয়ে ভালো করে মশলা ও মাছের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে।

  6. 6

    ঝোল ফুটে গামাখা হয়ে তেল ছাড়লে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SOMA ADHIKARY
SOMA ADHIKARY @cook_25386916
দমদম, কলকাতা ৭০০০৯০
এক গৃহবধূ।নিজে খেতে খুব একটা ভালোবাসিনা।কিন্তু নতুন নতুন রান্না করেসবাইকে খাওয়ানোর পরে তাদের মুখের হাসিটা দেখতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes