জেব্রা কেক (zebra cake recipe in Bengali)

Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

#নববর্ষের রেসিপি
#লকডাউন রেসিপি

জেব্রা কেক (zebra cake recipe in Bengali)

#নববর্ষের রেসিপি
#লকডাউন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা 15 মিনিট
ফ্যামিলি সার্ভিসিং
  1. 1.5 কাপচিনি
  2. 1 কাপরিফাইন তেল
  3. 1+1/4 কাপ দুধ
  4. 2চা চামচ ভিনেগার
  5. 2 কাপময়দা
  6. 1চা চামচ বেকিং পাউডার
  7. 1/2চা চামচ বেকিং সোডা
  8. 1চা চামচ ভ্যানিলা এক্সট্র্যাট
  9. 1/4 কাপকোকো পাউডার

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা 15 মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে উপকরণের পরিমাণমতো চিনি, তেল, এক কাপ দুধ ও ভিনেগার ভালো ভাবে মিশিয়ে নিন

  2. 2

    ভালোভাবে মেশানোর পর তাতে ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটান, তারপর তাতে ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে দিন ও মিশিয়ে নিন

  3. 3

    এবার ব্যাটার টা দুই ভাগে ভাগ করে নিন, তারপর একটা ভাগে কোকা পাউডার ও 1/4 কাপ দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন

  4. 4

    একটা পাত্র তেল দিয়ে গ্রিসিং করে তলায় বাটার পেপার দিয়ে প্রথমে তার উপরে এক চামচ কোকো পাউডার মেশানো ব্যাটাmর দিয়ে দিন, তারপর তার উপরে এক চামচ সাদা ব্যাটার দিয়ে দিন, একইভাবে একটার উপরে আরেকটা ব্যাটার দিতে থাকুন

  5. 5

    ব্যাটার দেওয়া হয়ে গেলে কাঠি দিয়ে বাইরের প্রান্ত থেকে মাঝখান পর্যন্ত টেনে পরপর সম দূরত্বে দাগ টেনে দিন

  6. 6

    এবার প্রি হিট করা কড়াইতে বা ওভেনে তলায় সেপারেটর বসিয়ে 35-40 মিনিট বেক করে নিন

  7. 7

    বেক হয়ে গেলে কেক নামিয়ে নিন ও ঠাণ্ডা হতে দিন তারপর চারপাশ এই ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তার উপরে একটা প্লেট দিয়ে উল্টে নিয়ে কেক বের করে নিন

  8. 8

    এবার ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samir Dutta
Samir Dutta @cook_samirdutta

মন্তব্যগুলি (7)

Similar Recipes