জেব্রা কেক (zebra cake recipe in bengali)

Soma Pal
Soma Pal @shyamoli

#ময়দা
#ebook2
#নববর্ষ
এই কেক টি বাচ্চাদের খুব প্রিয়। এমনিতে ও কেক প্রায় বানানো হয় কিন্তু আজ অন্য রকম বানাবার চেষ্টা করলাম।

জেব্রা কেক (zebra cake recipe in bengali)

#ময়দা
#ebook2
#নববর্ষ
এই কেক টি বাচ্চাদের খুব প্রিয়। এমনিতে ও কেক প্রায় বানানো হয় কিন্তু আজ অন্য রকম বানাবার চেষ্টা করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৫ জন
  1. ২ কাপ গুঁড়ো চিনি
  2. ২ কাপ ময়দা
  3. ২ টি ডিম
  4. ২ টেবিল চামচ সাদা তেল
  5. ২ চা চামচ বেকিং পাউডার
  6. ২ টো ডেরিমিল্ক চকলেট
  7. ১/২ কাপ দুধ

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ময়দায় বেকিং পাউডার মিশিয়ে ভালো করে চালুনিতে ছেঁকে নিতে হবে।

  2. 2

    একটা পাত্রে ডিম ও গুঁড়ো চিনি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ময়দা মেশাতে হবে।

  3. 3

    এরপর ময়দার মিশ্রণে ২ টেবিল চামচ তেল মিশিয়ে এবং দুধ দিয়ে ভালো ভাবে ফাটতে হবে যাতে কেক এর মিশ্রণ টি যেন বেশি পাতলা বা ঘন না হয়।

  4. 4

    এবার মিশ্রণটি কে দুই ভাগ করে, একটা তে চকলেট মিশিয়ে নিতে হবে।গোল একটা পাত্রে সাদা তেল লাগিয়ে ওপরে ময়দা ছিটিয়ে তাতে ১ চামচ সাদা মিশ্রণ ও ১ চামচ চকলেট মিশ্রণ পর পর ঢেলে একটা চামচ দিয়ে ফুল আকারে বানিয়ে নিতে হবে।

  5. 5

    অন্যদিকে একটা কড়াইতে নুন গরম করে তার মধ্যে কেক এর পাএটি বসিয়ে মাঝারি আঁচে ৩০ মিনিট বেক করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Pal
Soma Pal @shyamoli

Similar Recipes