চটজলদি গোলা রোল(chotjoldi gola roll recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#চটজলদি রান্নার রেসিপি

চটজলদি গোলা রোল(chotjoldi gola roll recipe in Bengali)

#চটজলদি রান্নার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ টি রোল
  1. রোল এর জন্য
  2. ১/২ কাপ চালের আটা
  3. ১/৪ কাপ মুগ ডালের আটা
  4. ১/৪ কাপ আটা
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. প্রয়োজন অনুযায়ী জল
  7. প্রয়োজন অনুযায়ীতেল
  8. ৩-৪ টিমোড়ানোর জন্য বাটার পেপার
  9. স্টাফিং
  10. ১টিপেঁয়াজ (মিহি কাটা)
  11. ১ টিগাজর (ছোট টুকরো করে কাটা)
  12. ১/২ ক্যাপসিকাম ক্যাপসিকাম (ছোট টুকরো কাটা)
  13. ১/২ চা চামচআদা বাটা
  14. ১/৪ চা চামচ রসুন বাটা
  15. ২ কাপ পনির (ছোট টুকরো কাটা)
  16. ১ টেবিল চামচসোয়া সস
  17. ১ টেবিল চামচ লেবুর রস
  18. স্বাদ অনুযায়ী নুন
  19. প্রয়োজন অনুযায়ীতেল
  20. প্রয়োজন অনুযায়ীপ্রয়োজন মতো টমেটো সস
  21. ১ চা চামচটমেটো কুচি
  22. ২ টেবিল চামচপেঁয়াজ কুচি
  23. ২ টেবিল চামচকরা চিজ
  24. স্বাদ অনুযায়ীগোল মরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সব আটা ও নুন একসাথে মিশিয়ে জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করুন।

  2. 2

    স্টাফিং- কড়াইয়ে তেল গরম করুন। একে একে পেঁয়াজ, গাজর, আদা ও রসুন বাটা দিয়ে ভাল করে ভাজুন। ঢাকা দিয়ে ২ মিনিট রান্না করুন। এবার ক্যাপসিকাম, পনির, সোয়া সস, লেবুর রস ও নুন দিয়ে মিশিয়ে গ্যাস অফ করে দিন।

  3. 3

    ফ্রাইং প্যানে তেল মাখিয়ে গরম করুন। অল্প ব্যাটার প্যানে ছড়িয়ে দিন। ‌২ মিনিট রাখুন। এবার ফ্লিপ করে অন্য দিকটা রান্না করুন। ‌ এইভাবে একটা একটা করে বাকি রুটি তৈরি করুন। রুটি বাটার পেপারের উপর রাখুন।

  4. 4

    রুটির উপর টমাটো সস মাখান। মাঝখানে স্টাফিং দিন। এর ওপর পেঁয়াজ কুচি, টমাটো কুচি ও গ্রেট করা চিজ দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিন। দুপাশ ফোল্ড করুন।

  5. 5

    এবার বাটার পেপার দিয়ে রোলটা মুড়ে দিন। লাইট লাঞ্চ অথবা ডিনার বা স্ন্যাকস হিসেবে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

মন্তব্যগুলি

Similar Recipes