চটজলদি শুক্তো (chotjoldi shukto recipe in Bengali)

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#ফেব্রুয়ারি৩
#শুক্তো
সুক্তো আম বাঙ্গালীর সর্বঘটের কাঁঠালী কলা অর্থাৎ সব জায়গাতেই চালিয়ে দেওয়া যায় এবং সমানভাবে সমাদৃত। দুপুরে যদি মেনুপর্বের সূচনায় থাকে সুক্তো
তাহলে কেউ থাকবেনা অভুক্ত। তার উপর হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে তাহলে তাদের আপ্যায়নে এই চটজলদি সুক্তো খুবই কাজে আসবে।

চটজলদি শুক্তো (chotjoldi shukto recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
#শুক্তো
সুক্তো আম বাঙ্গালীর সর্বঘটের কাঁঠালী কলা অর্থাৎ সব জায়গাতেই চালিয়ে দেওয়া যায় এবং সমানভাবে সমাদৃত। দুপুরে যদি মেনুপর্বের সূচনায় থাকে সুক্তো
তাহলে কেউ থাকবেনা অভুক্ত। তার উপর হঠাৎ করে যদি বাড়িতে অতিথি আসে তাহলে তাদের আপ্যায়নে এই চটজলদি সুক্তো খুবই কাজে আসবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
২-৩ জন
  1. ১ কাপ কোচানো করলা
  2. ১/২ কাপ পেঁপের টুকরো
  3. ১/২ কাপ রাঙা আলু টুকরো করা
  4. ৪-৫ টুকরো বেগুন (লম্বা করে কাটা)
  5. ৬-৭ টি বিউলির ডালের বড়ি
  6. ২ টি তেজপাতা
  7. ১ চিমটে গোটা রাঁধুনি
  8. ১/২ চা চামচ চিনি
  9. ২ টেবিল চামচ কালো সরষে+পোস্ত+সাদা তিল একত্রে বাটা
  10. ১ কাপ দুধ
  11. ১ টেবিল চামচ ঘী
  12. ২-৩ টেবিল চামচ সরষের তেল
  13. স্বাদমত নুন
  14. ১ চা চামচ ভাজা মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    তেল আর ঘী একত্রে দিয়ে দিতে হবে এবং তা গরম হলে তেজপাতা আর গোটা রাঁধুনি ফোড়ন দিয়ে বড়ি গুলো লাল করে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার এতে বেগুন ছাড়া সমস্ত সবজি দিয়ে কিছুক্ষন ভাজতে হবে।

  3. 3

    বেগুন অন্য কড়াইতে ভালো করে ভেজে নিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    ওই সবজি গুলোতে এবার একে একে সমস্ত মশলা (ভাজা মশলা গুঁড়ো ছাড়া) দিয়ে কষিয়ে দুধ ঢেলে দিতে হবে।

  5. 5

    নামানোর পর ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    পরিবেশনের আগে ভাজা বেগুন মেশাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes