কাঁচা আমের চাটনি (kacha aamer chutney recipe in Bengali)

Darothi Modi Shikari
Darothi Modi Shikari @darothi_89
Konnagar, West Bengal

#goldenapron3
Week 10

কাঁচা আমের চাটনি (kacha aamer chutney recipe in Bengali)

#goldenapron3
Week 10

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ টিকাঁচা আম
  2. ১/২ চা চামচসরষে
  3. ১ টা শুকনো লঙ্কা
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. স্বাদ অনুযায়ীচিনি
  6. ১ টেবিল চামচসরষের তেল
  7. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচভাজা মসলা
  9. ১ কাপজল
  10. ১ টিটমেটো (এটা না দিলেও চলবে)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কাঁচা আম গুলো একটু গরম জলে সিদ্ধ করে জল ফেলে দিতে হবে তাতে আমের কষ ভাব চলে যাবে।

  2. 2

    তারপর কড়াইতে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিতে হবে।

  3. 3

    তাতে টমেটো কুচি আর সিদ্ধ করে রাখা আম দিয়ে সাথে হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষতে হবে।

  4. 4

    তারপর পরিমাণ মত লবণ ও চিনি দিয়ে নেড়ে অল্প জল দিয়ে ভালো করে ফোটাতে হবে।

  5. 5

    ভালো করে মাখা মাখা হলে সেটা নামিয়ে ভাজা মসলা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে ঠাণ্ডা হওয়ার জন্য।

  6. 6

    ঠাণ্ডা হলে গরম গরম ভাতের শেষ পাতে পরিবেশন করুন এই গরমের সময়ের প্রিয় আমের চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Darothi Modi Shikari
Konnagar, West Bengal
রান্না হলো আমার ভালোবাসা ❤️❤️ আমি নিজে খেতে এবং সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি 😍😍
আরও পড়ুন

Similar Recipes