দই কাতলা(Doi katla recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#ebook06
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি দই মাছ। আমি আজ দই দিয়ে কাতলা মাছের কালিয়া করেছি।এই পদ টি ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই খাওয়া যায়।

দই কাতলা(Doi katla recipe in bengali)

#ebook06
আমি এই সপ্তাহে বেছে নিয়েছি দই মাছ। আমি আজ দই দিয়ে কাতলা মাছের কালিয়া করেছি।এই পদ টি ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ৪ টুকরো পিস কাতলা মাছ
  2. ১ টা বড়পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি।
  3. ১/২ ইঞ্চি আদা কুচি
  4. ৫ -৬ কোয়া রসুন কুচি
  5. ৪ চা চামচ টক দই
  6. ১ চা চামচ জিরে গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১ টা কাঁচা লঙ্কা কুচি
  10. ১ টা মাঝারি টমেটো কুচি
  11. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  12. ১/২ চা চামচ গরম মশলা
  13. ১/২ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম হতেই মাছ গুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি।

  2. 2

    এবার তেল টা একটু কমিয়ে নিয়ে তাতে পিয়াঁজ টা দিয়ে একটু নাড়া চাড়া করে নিয়ে তাতে আদা, রসুন কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নিয়ে মিকসি তেবেটে নিয়েছি।

  3. 3

    এদিকে একটা বাটিতে টক দই টা ফেটিয়ে নিয়ে তাতে অন্য সব মসলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি।

  4. 4

    এবার আবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে ওই মশলা টা দিয়ে ভালো করে কষে নিয়েছি।

  5. 5

    তারপর কষা হয়ে গেলে ওই ফেটানো মশলা টা দিয়ে একটু নাড়া চাড়া করে নিয়ে অল্প জল দিয়ে একটু ফুটতে দিয়েছি।

  6. 6

    এবার তাতে ওই ভেজে রাখা মাছ গুলো দিয়ে আরো একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

মন্তব্যগুলি (9)

Similar Recipes