এগ কোর্মা (egg korma recipe in Bengali)

Soumika Das
Soumika Das @cook_21738908
Kalyani

এগ কোর্মা (egg korma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৪ টি ডিম
  2. ১ টি টমেটো
  3. ২ টি পেঁয়াজ
  4. ১" আদা
  5. ৫-৬ কোয়া রসুন
  6. ৬-৭ টি কাঁচালঙ্কা
  7. ১ টি তেজপাতা
  8. ২ টি লবঙ্গ
  9. ১ টি দারচিনি
  10. ২ টি এলাচ
  11. ২ টেবিল চামচ কাজু বাটা
  12. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  13. ১ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১ চা চামচ জিরে গুঁড়ো
  15. প্রয়োজন মতো তেল
  16. স্বাদ মতো লবন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিম গুলি সেদ্ধ করে নিতে হবে। এর পর লবন, হলুদ দিয়ে মাখিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে।

  2. 2

    কিছুটা পেয়াজ বেরেস্তা বনিয়ে নিতে হবে।

  3. 3

    সব উপকরন এক জায়গায় গুছিয়ে নিতে হবে। সব দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। কজু আর পোস্ত টা বেটে নিতে হবে।

  4. 4

    এর পর প্যানে তেল গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে মশলার পেস্ট টা ঢেলে দিয়ে ভালো করে কষাতে হবে, তেল বেরোনো অবধি। লবন ও হলুদ যোগ করতে হবে।

  5. 5

    এর পর এতে সব গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিয়ে কাজু ও পোস্ত এর পেস্ট টা দিয়ে নাড়াতে হবে। সামান্য জল দিয়ে কষতে হবে, যাতে নিচে লেগে না যায়।

  6. 6

    এর পর এতে ভেজে রাখা ডিম গুলি দিয়ে ৫ মিনিট ফুটাতে হবে। প্রয়োজন মতো গ্রেভি রাখতে সেই মতো জল দিতে হবে।

  7. 7

    নামানোর আগে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলতে হবে। তাহলেই রেডি আমাদের এগ কোর্মা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumika Das
Soumika Das @cook_21738908
Kalyani
🍜🍛🍝🍲🍱
আরও পড়ুন

Similar Recipes