চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

Suparna Chowdhury
Suparna Chowdhury @cook_21152276

চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামবিরিয়ানি বানানোর জন্য চাল
  2. পরিমান মতো গোটা গরম মশলা (দারচিনি, এলাচ, স্টার অ্যানিস)
  3. স্বাদ মতো নুন
  4. 5টি বড় আলু
  5. 2চা চামচ গোলাপ জল
  6. 2চা চামচ ক্যাওড়া জল
  7. 1 কাপদুধ
  8. 1বাটি ঘি
  9. পরিমাণ মতো মিঠা আতর
  10. পরিমাণ মতো খাবার রঙ
  11. স্লাইস করা পেঁয়াজ
  12. চিকেন বানানোর জন্য
  13. 500 গ্রামচিকেন
  14. 2 ইঞ্চিআদা বাটা
  15. 7-8কোয়া রসুন বাটা
  16. 1চা চামচ জিরে গুড়ো, লঙ্কা গুড়ো, হলুদ গুড়ো, ধনে গুড়ো
  17. 50 গ্রামদই
  18. প্রয়োজন মত পেঁয়াজ স্লাইস করা
  19. স্বাদ মতো নুন
  20. 1চা চামচ শাহী গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    বিরিয়ানি বানানোর জন্য প্রথমে একটি মাঝারি হাঁড়ির জল গরম করে তাতে গোটা গরম মশলা ও চাল ধুয়ে দিয়ে দিতে হবে ।

  2. 2

    চাল 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার আলু গুলো মাঝখান দিয়ে কেটে ধুয়ে তাতে খাবার রঙ ও নুন দিয়ে ভালো ভাবে মেখে মাঝারি আঁচে ঢেকে ভেজে নিতে হবে ।

  4. 4

    এরপর স্লাইস করা পেঁয়াজের মধ্যে কিছু টা লাল করে ভেজে নিতে হবে ।

  5. 5

    লাল করে ভেজে নাওয়া পেঁয়াজ গুলো একটা থালায় বের করে নিয়ে বাকি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ।

  6. 6

    এরপর তাতে চিকেন ও পেস্ট্ করা কাঁচ লঙ্কা আদা ও রসুন বাটা দিয়ে ভালো ভাবে নাড়াতে হবে ।

  7. 7

    5মিনিট পর তাতে হলুদ গুড়ো, জিরা গুড়ো, কাশ্মীর লঙ্কা গুড়ো দিয়ে ভালো ভাবে নাড়া তে হবে যতক্ষণ না কষা হচ্ছে । মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।

  8. 8

    এরপর একটি বাটিতে গোলাপ জল, মিঠা আতর, ক্যাওড়া জল 3টে কে এক সাথে মেশাতে হবে ।

  9. 9

    প্রথমে একটি হাড়ি তে চার চামচ ঘি গরম করে প্রথমে ভেজে রাখা কিছু আলু দিয়ে হবে এবং তার উপরে চাল ছাড়িয়ে দিতে হবে ।

  10. 10

    এরপর তার উপর এক এক করে চিকেন গুলো দিয়ে দিতে হবে ও কিছু গ্রেভি, অল্প বিরিয়ানির মশলা, মিশিয়ে রাখা কিছু টা গোলাপ জলের ছিটা একটু দুধ ও ভেজে রাখা পেঁয়াজ ছাড়িয়ে দিতে হবে ।

  11. 11

    এরকম ভাবে আরও এক বার করতে হবে । এরপর মিডিয়াম আঁচে একটি চাটু বসিয়ে তার উপর বিরিয়ানি হাঁড়ি বসিয়ে ঢেকে 30মিনিট রেখে দিতে হবে । ব্যাস তৈরী গরম গরম বিরিয়ানি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Chowdhury
Suparna Chowdhury @cook_21152276

Similar Recipes