চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

#গ্রীষ্মকালের রেসিপি

চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)

#গ্রীষ্মকালের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
৪ জনের মতো
  1. স্বাদমতোনুন চিনি
  2. 400গ্রাম চিকেন
  3. 1 চা চামচ পেঁয়াজ আদা ও রসুন পেস্ট
  4. 3 চা চামচকাজু চারমগজ ও পোস্ত বাটা
  5. 2 কাপদুধ
  6. 1/2 কাপটক দই
  7. 2ফোঁটা আতর
  8. 1/2চা চামচ গোলাপজল
  9. প্রয়োজনমতো ঘি
  10. পরিমাণ মতো সাদা তেল
  11. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  12. প্রয়োজনমতো জল
  13. প্রয়োজন মতগোটা গরম মসলা (একটা দারু চিনি স্টিক, ২ টো এলাচ, ২ টো লবঙ্গ)
  14. 2টো শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে চিকেন এ পেঁয়াজ আদা রসুন পেস্ট, টক দই,গোলমরিচ গুঁড়ো নুন ও স্বাদমতো চিনি কাজু চারমগজ ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে এক ঘন্টা মত।

  2. 2

    এবার একটি কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে গোটা শুকনো লঙ্কা হালকা ভেজে তুলে নিতে হবে । এবার ঐ তেলে গোটা গরম মসলা গুলো একটু থেতো করে ফোরণ দিয়ে ২ মিনিট নেড়ে চেড়ে মেরিনেট করা চিকেন দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। মসলা থেকে সামান্য তেল ছেড়ে এলে দুধ ও সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে আবারো ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসে।

  4. 4

    চিকেন সেদ্ধ হয়ে গেলে নুন ও মিষ্টি একটু চেক করে নিতে হবে প্রয়োজন হলে এই পর্যায়ে মেশানো যেতে পারে এবার প্রয়োজন মতো ঝোল রেখে মিঠা আতর ও গোলাপ জল মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষনের জন্য।

  5. 5

    এবার যেকোনো ধরনের নান রুটি বা লাচ্ছা পরোটার সাথে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes