চিকেন রেজালা(chicken rezala recipe in Bengali)

Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

#ebook
নববর্ষ
একটি অভিনব চিকেনের পদ, যা ভাত, রুটি ,পোলাও ,পরোটা সবকিছুর সাথেই খেতে ভালো লাগে।

চিকেন রেজালা(chicken rezala recipe in Bengali)

#ebook
নববর্ষ
একটি অভিনব চিকেনের পদ, যা ভাত, রুটি ,পোলাও ,পরোটা সবকিছুর সাথেই খেতে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৫জন
  1. ৮০০ গ্রাম চিকেন
  2. ১৫০ গ্রাম টক দই
  3. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  4. ৩ চা চামচ পেঁয়াজ বাটা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচরসুন বাটা
  7. ১/২কাপ সাদা তেল
  8. ৭-৮টা গোটা গোলমরিচ
  9. ২-৩টে শুকনো লঙ্কা
  10. ২-৩টে তেজপাতা
  11. ৩টে এলাচ
  12. ২ টুকরো দারচিনি
  13. ৪ চা চামচপোস্ত বাটা
  14. ৩ চা চামচ কাজুবাটা
  15. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  16. ১ চা চামচ ঘি
  17. ১ চা চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চিকেন ধুয়ে নুন, দই,পেঁয়াজ,রসুন,আদা বাটা প্রয়োজন মতো সাদা তেল দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে গোটা গরম মসলা,তেজপাতা,গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে সুগন্ধ বেরোলে ম্যারিনেট করা চিকেন ঢেলে দিন। মাঝারি আঁচে ভালোমতো কষান।

  3. 3

    মশলা ভাল মতো কষা হয়ে যখন চিকেন সেদ্ধ হয়ে আসবে পোস্ত আর কাজুবাটা মিশিয়ে আরো কিছুক্ষন কষুন, তেল ভেসে উঠলে এক কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নিন।১/২ চামচ চিনি যোগ করুন (ইচ্ছে হলে)।

  4. 4

    ৫ মিনিট ফুটিয়ে মাখা হয়ে এলে ওপর থেকে ঘি,গরম মসলার গুঁড়ো,কসুরি মেথি ছড়িয়ে ঢাকা দিন এবং গ্যাস অফ করে দিন। নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

মন্তব্যগুলি (7)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
This looks delicious!!👌Amio kichu notun try korechi.
Dekhe comments ar bhalo lagle onusoron rekho.🍊

Similar Recipes