মিক্সড প্ল্যাটার (mixed platter recipe in Bengali)

Aparna Basak
Aparna Basak @cook_22723321

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি

মিক্সড প্ল্যাটার (mixed platter recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 3টেচিকেন লেগ পিস
  2. 200গ্রামছোট চিংড়ি
  3. 300 গ্রামটকদই জল ঝরানো
  4. 2 টেবিল চামচ বেসন শুকনো তাওয়ায় ভাজা
  5. 1 টি পেয়াঁজকুচি
  6. স্বাদমতোনুন
  7. 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  8. 3টেবিল চামচ আদা বাটা
  9. 2চা চামচকসৌরি মেথি
  10. 2 চা চামচ লেবুর রস -তিন
  11. 3-4 টে,পাতিলেবুর রিং
  12. 1চা চামচ জিরেগুঁড়ো -এক চা চামচ,
  13. 1টেবিল চামচপেয়াঁজের কুচি
  14. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. 3 টেবিল চামচ ঘি
  16. 1টাকাঁচালঙ্কা কুচি
  17. 2 টেবিল চামচসাদাতেল
  18. 3টেবিল চামচতন্দুরি মসলা
  19. 2 টো চীজ কিউব
  20. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  21. 1 চিমটি গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন তন্দুরি -চিকেন কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, তন্দুরি মসলা, আদা -রসুন পেস্ট, টকদই, লেবুর রস, পেয়াঁজের রস, কাসৌরি মেথি দিয়ে ছয় ঘন্টা ম্যারিনেট করতে হবে, এবার নুন মিশিয়ে ঘি মাখিয়ে গ্রিল একশ আশি ডিগ্রী তে পঞ্চাশ মিনিট গ্রিল করতে হবে, মাঝে চিকেন উল্টে আবার ঘি ব্রাশ করে পেয়াঁজের রিং দিয়ে পরিবেশন করতে হবে

  2. 2

    প্রণ তন্দুরি -চিকেন এর মতো এক পদ্ধতিতে দুই ঘন্টা ম্যারিনেট করলেই হবে। এবার নুন মিশিয়ে ঘি মাখিয়ে গ্রিল একশ আশি ডিগ্রী তে পঞ্চাশ মিনিট গ্রিল করতে হবে, মাঝে উল্টে আবার ঘি ব্রাশ করে পেয়াঁজের রিং দিয়ে পরিবেশন করতে হবে

  3. 3

    দহি কে কাবাব -জল ঝরানো টকদই মসলিন কাপড়ে বেঁধে আরো জল ঝরাবেন। এবার একটাপাত্রে ওটা নিন,এতে জিরেগুঁড়ো,গোলমরিচ গুঁড়ো, নুন, ধনেপাতা কুচি, গরম মসলা গুঁড়ো, বেসন,পেয়াঁজকুচি, চীজ কিউব গ্রেট মিশিয়ে হাতে ঘি মাখিয়ে গোল শেপ বানিয়ে তাওয়ায় ঘিতে এপিঠ ওপিঠ করে ভেজে পরোটার সাথে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparna Basak
Aparna Basak @cook_22723321

Similar Recipes