রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
6 জনের জন্য
  1. 1 লিটার দুধ
  2. 1 কাপছানার জল
  3. 3 কাপচিনি
  4. 2চা চামচ ময়দা
  5. 4টে ছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    একটা পাত্রে দুধ ফুটিয়ে নিয়েছি।অন্য পাত্রে ছানার জল গরম করে ফুটানো দুধের মধ্যে দিয়ে ছানা কেটে নিয়েছি।ছানা ভালো করে ধুয়ে একটি কাপড়ে বেঁধে এক ঘন্টা ঝুলিয়ে রেখেছি।1 ঘন্টা পরে ছানার সাথে ময়দা মিশিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    একটা বড়ো পাত্রে 5 কাপ জল আর চিনি দিয়ে ফোটাতে হবে।এলাচ ও দিতে হবে।ভালো করে ফুটে উঠলে মাখা ছানা থেকে গোল গোল নাড়ুর মতো করে চিনির রসে ফুটতে দিতে হবে।গ্যাস হাই ফ্লেমে রাখতে হবে।পাত্রটা ঢেকে দিতে হবে।20 মিনিট ফুটলেই তৈরি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Biswas Chakraborty
বীরনগর
আমি রান্না করতে খুবই ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (9)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221
খুব টেস্টি ও নরম হয়েছে বোঝাই যাচ্ছে👌

Similar Recipes